বিশ্বজমিন
শ্রীলঙ্কা: ৫ দিন অপেক্ষার পর ফিলিং স্টেশনে মারা গেলেন ট্রাকচালক
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন

জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে টানা ৫ দিন অপেক্ষায় থাকার পর শ্রীলঙ্কায় মারা গেছেন একজন ট্রাকচালক। এ নিয়ে ফিলিং স্টেশনগুলোর লাইনে দাঁড়িয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০। মৃত এসব মানুষের বয়স ৪৩ থেকে ৮৪ বছরের মধ্যে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, দেশটির ওয়েস্টার্ন প্রদেশের একটি ফিলিং স্টেশনে ৫ দিন লাইনে অপেক্ষায় থাকা ৬৫ বছর বয়সী ওই ট্রাকচালক মারা যান। পুলিশ বলেছে, আঙ্গুরুওয়াতোতায় ওই ফিলিং স্টেশনে অপেক্ষমাণ ট্রাকের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এখন পর্যন্ত দেশটিতে জ্বালানি তেলের জন্য লাইনে অপেক্ষা করে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশির ভাগই হার্টএটাকে মারা গেছেন। এক সপ্তাহ আগে রাজধানী কলম্বোর পানাদুরায় একটি ফিলিং স্টেশনে কয়েক ঘন্টা অপেক্ষায় থাকার পর মারা যান ৫৩ বছর বয়সী এক ব্যক্তি। তিনি একটি থ্রি-হুইলারে অপেক্ষায় ছিলেন।
প্রায় দুই কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা। বর্তমানে দেশটি কমপক্ষে ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করছে। জ্বালানি তেলের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। খাবারের দাম বেড়ে গেছে। পাওয়া যাচ্ছে না ওষুধ। জ্বালানি তেল আমদানি করার মতো অর্থ নেই সরকারের কাছে। এতে সংকট আরও তীব্র হয়েছে। এ অবস্থায় সরকারি খাতের কর্মকর্তাদের ১৭ই জুন থেকে শুক্রবার ছুটি দেয়া হয়েছে। পরবর্তী তিন মাস এই নির্দেশ বহাল থাকবে। পরিবহন সংকটের কারণে সব স্কুল শুক্রবার ছুটি দেয়া হয়েছে। বেসরকারি মালিকানাধীন বাস অপারেটররা বলছে, জ্বালানি সংকটের কারণে তারা শতকরা মাত্র ২০ ভাগ সার্ভিস চালু রাখতে পারছেন।