দেশ বিদেশ
সিলেটে চরমোনাই পীরের অভিযোগ
সরকারি ত্রাণের দেখা মিলছে না
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, সিলেটে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বিশুদ্ধ পানি নেই। সরকারি ত্রাণের দেখা মিলছে না। আশ্রয়কেন্দ্রগুলোতে কেউ ত্রাণ নিয়ে গেলে ক্ষুধার্ত মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ে। বুধবার সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, গণদোয়া ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, সিলেট, সুনামগঞ্জে যখন বন্যা কবলিত মানুষজন যখন হাহাকার করছে, তখন হেলিকপ্টার দিয়ে ঘুরে আর এসির নিচে বসে দুই-একটি মুখরোচক কথা বলেই সরকার দায় এড়াতে চাইছে। ওই এলাকার পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর নিয়ে ব্যস্ত রয়েছে। তিনি গতকাল ১৩ দিনের লম্বা সফরে দেশ ত্যাগ করেছেন। এতেই বুঝা যায়- এ সরকার কখনো মানুষের কল্যাণে কাজ করেনি। দুর্ভোগে থাকা মানুষদের সঙ্গে সব সময় তামাশা করে যাচ্ছে। পীর সাহেব চরমোনাই সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ ও সিলেটের লামাকাজী, হরিপুর এলাকার বন্যা কবলিত এলাকায় দোয়া মাহফিলে শরিক হয়ে অসহায় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলওয়ার হোসেন সাকী, ঢাকা মহানগনগর উত্তরের সহ-সভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন, মুফতি ওয়ালীউল্লাহ কাসেমী, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক আলহাজ মো. আলাউদ্দিন, সিলেট মহানগরের সভাপতি আলহাজ নজির আহমদ, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলার সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা এমাদ উদ্দিন সহ জেলা ও মহানগ নেতৃবৃন্দ।