বিশ্বজমিন
লোহিত সাগরে আক্রান্ত মার্কিন যুদ্ধ জাহাজ
মানবজমিন ডেস্ক
(১০ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০১ অপরাহ্ন
লোহিত সাগরে আক্রমণের শিকার হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ। রোববার ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেন্টাগন। শুধু যুদ্ধ জাহাজই নয়, একাধিক বাণিজ্যিক জাহাজও এদিন আক্রমণের শিকার হয়। ধারণা করা হচ্ছে, ইসরাইল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটেই এই হামলা চালানো হয়েছে। এই রুটে এর আগেও ইসরাইলি একাধিক জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। একটি জাহাজ আটকও করে তারা। এবার মার্কিন যুদ্ধজাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।
তবে পেন্টাগন এ হামলার জন্য কাউকে দায়ী করেনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে শুধু তাদের জাহাজ আক্রান্ত হওয়ার খবরই দিয়েছে। যদিও ইয়েমেনের হুতিরা অল্প সময় পরেই ঘোষণা করে যে, ওই হামলা তারাই চালিয়েছে। জাহাজগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্কিত ছিল বলেও তাদের কাছে তথ্য রয়েছে।
পেন্টাগন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা ইউএসএস কার্নি এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা সংক্রান্ত রিপোর্ট সম্পর্কে সচেতন। আরও তথ্য পাওয়া মাত্রই আমরা তা প্রকাশ্যে আনবো।
আমেরিকা এবং ইসরাইল মিলে পিএলওর বিরুদ্ধে হামাসের সৃষ্টি করে, আজ হামাস ইসরাইল এবং আমেরিকার গলার কাঁটা। এই আমেরিকাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং অস্ত্র ব্যবসার সম্প্রসারণ করার জন্য হুতিদের সৃষ্টি করে। স্বার্থ উদ্ধারের পর হুতিদেরকে তোফের মুখে রেখে সরে পড়ে। পরবর্তীতে ইরান তাদেরকে কাজে লাগায়। আজ হুতিরা আমেরিকা এবং তার মিত্রদের গলার কাঁটা।