বিশ্বজমিন
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

ভারতের তেলেঙ্গানা রাজ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। এর মধ্যে একজন প্রশিক্ষক। অন্যজন প্রশিক্ষণার্থী। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সোমবার এ ঘটনা ঘটে তেলেঙ্গানার মেদাকে। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি হায়দরাবাদের বিমান বাহিনী একাডেমি থেকে উড্ডয়ন করে। এক্সে ভারতের বিমানবাহিনী লিখেছে, পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান সোমবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় নিয়মিত প্রশিক্ষণে ছিল তা। এতে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে মারা গেছেন। উল্লেখ্য, পিলাটাস পিসি ৭ এমকে ২ বিমান একটি এক ইঞ্জিন বিশিষ্ট বিমান। বিমানবাহিনীর পাইলটরা এর মাধ্যমে মৌলিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। আদালতের মাধ্যমে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিমান বাহিনী। নিহত দুই পাইলটের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।