ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নির্বাচন পেছানো হবে কিনা সেটা একমাত্র নির্বাচন কমিশনই বলতে পারবে: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
mzamin

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিত। সেই গণতান্ত্রিক দেশে ভিন্ন অনেক মত থাকতে পারে। ভিন্ন মতের লোকেরা কথা বলতে পারে। সেই অধিকার দেয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। দেশের শান্তি রক্ষার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার। সেটার ব্যাপারে আমরা সচেতন থাকবো। দেশের শান্তি রক্ষা এবং জানমাল রক্ষায় আমরা সচেষ্ট থাকবো। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার বিকালে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। 
গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার মাঝে নির্বাচন পেছানো নিয়ে যে কানাঘুষা চলছে এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, নির্বাচন পেছানো হবে কিনা সেটা একমাত্র নির্বাচন কমিশনই বলতে পারবে। আইনমন্ত্রী আরও বলেন, কসবা-আখাউড়ার মানুষের উন্নয়ন করাই হলো আমার কমিটমেন্ট। যে ক্ষেত্রেই হোক, স্কুল-কলেজের উন্নয়ন, চাকরির ক্ষেত্রে উন্নয়ন, যোগাযোগের উন্নয়ন যা মানুষের উপকারে আসে সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। পরে কসবা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় কসবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন, কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. রুদ্রমখা, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মানিক প্রমুখ। এ সময় কসবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের ডেলিগেটগণ উপস্থিত ছিলেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status