ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

চট্টগ্রামে বিমানের সিটের নিচ থেকে ওয়ারিশবিহীন ৩ কোটি ৫৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
mzamin

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়ারিশবিহীন ৪ কেজি ৪২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব স্বর্ণ বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের একটি সিটের নিচ থেকে এসব অবৈধ স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। জানা যায়, শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫২০ ফ্লাইটটি আনুমানিক রাত ৭টা ৪৪ মিনিটের দিকে চট্টগ্রামে অবতরণ করে। উড়োজাহাজটি ৫ নম্বর বোডিং ব্রিজে সংযুক্ত করে যাত্রী নামানোর জন্য প্রস্তুতি নেয়। এরমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ওই ফ্লাইটে অভিযান পরিচালনা করে। তারা বিমানের বিভিন্ন সিট তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে ৯-এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার জানান, এয়ার অ্যারাবিয়ার এই ফ্লাইটটি দিবাগত রাত পৌনে ৮টার দিকে অবতরণ করে। পরে এই ফ্লাইটের একটি সিট থেকে দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। এরপর উদ্ধারকৃত দুটি প্যাকেট কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৩৮টি স্বর্ণ বার পাওয়া যায়। এগুলোর ওজন  ৪ কেজি ৪২০ গ্রাম। তিনি আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণ বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা। স্বর্ণ বারসমূহ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টম হাউজের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status