দেশ বিদেশ
ঝালকাঠি-১ আসনে মনোনয়ন দাখিল
আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২
ঝালকাঠি প্রতিনিধি:
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন দাখিল নিয়ে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুন ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মনিরুজ্জামান মনিরের সমর্থকদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগকর্মী ফুয়াদ আল ফয়সাল ও মারফত উল্লাহ নামে দু’জন আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি শান্ত হলে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুল হক হারুন মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুণ সিকদার, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুণ সিকদার বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শান্তিপূর্ণ পরিবেশ বানচাল করতে একটি পক্ষ অপচেষ্টা চালিয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আমরা নৌকার মনোনীত প্রার্থী বজলুল হক হারুনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছি। আহত দুই আওয়ামী লীগকর্মী জানায়, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনিরের নির্দেশে তার কিছু অনুসারী আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ব্যাপারে আইনের আশ্রয় নেবো। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নেছার উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে ও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কারও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।