দেশ বিদেশ
মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা মামলার আসামির যাবজ্জীবন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবারমুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃদ্ধাকে হত্যার ঘটনায় আসামি আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক বেগম খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়ার্দী।
জানা যায়, উপজেলার পালগাঁও গ্রামের বৃদ্ধা আবেদা খাতুন (৭৫)কে ৯ আনা স্বর্ণের জন্য হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আল আমিন মল্লিক (৩৩)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ই আগস্ট লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের ফরহাদ হাওলাদার ঈদের ছুটিতে ঢাকা থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে এসে ফরহাদ তার মাকে বাড়িতে না পেয়ে তার ছেলে মিজানুর ও স্ত্রীকে খুঁজতে পাঠায়। ওই সময়ে ফরহাদের স্ত্রী আসামি আল আমিন মল্লিককে তাদের বাড়ির পিছনে বসে থাকতে দেখে। বাদীর স্ত্রীকে দেখে আল আমিন দ্রুত পালিয়ে যায়। পরে ফরহাদ তার মাকে অনেক খোঁজাখুঁজির পরে তাদের বসতঘরের পিছনে নিচু ধানক্ষেতে পানির মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। তার মা স্বাভাবিকভাবে মারা গেছে ভেবে দাফন শেষে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলে তাদের বসতবাড়িতে আসামি আল আমিনের ২টি স্যান্ডেল পড়ে থাকতে দেখতে পায় ফরহাদ। পরে ১৬ই আগস্ট সকাল ১০টার দিকে ওই গ্রামের লোকজনসহ ফরহাদ আসামি আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ওই সময় আল আমিন স্বীকার করে যে তিনি আবেদা খাতুনকে দেয়ালের সঙ্গে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্ণের চেইন টান মেরে চুরি করে নিয়ে যাওয়ার সময় আবেদা খাতুন বাধা দেয়ায় তাকে হত্যা করেছে বলে আল আমিন জানায়। ওইদিনই ফরহাদ বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সিরাজুল ইসলাম পল্টু বলেন, ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ বাদীর মায়ের গলার চেইন চুরি করায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।