দেশ বিদেশ
রাজধানীতে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবাররাজধানীর সবুজবাগ ও মুগদা এলাকা থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। নিহতরা হলেন- আয়েশা বেগম ও মিতু রানী দাস। গতকাল সকাল ৯টা ও বিকাল ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ এনামুল করিম বলেন, খবর পেয়ে সকালে দক্ষিণ মুগদা নুরজাহান ভিলা নামক একটি বাসা থেকে মিতু রানী দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, নিহতের স্বামী কুয়েত প্রবাসী। তার পিওরানী দাস নামে একটি মেয়ে রয়েছে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সকালে তার শাশুড়ি শিশু পিওকে নিয়ে স্কুলে যায়। পরে বাসায় ফিরে দেখেন কক্ষের দরজা বন্ধ।
বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় গৃহবধূকে দেখতে পান। ঘটনাটি রহস্যজনক হওয়ায় ওই গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোনটি তদন্ত স্বার্থে হেফাজতে নিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপরদিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আয়েশা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবিনা আওয়াল বলেন, খবর পেয়ে সবুজবাগের আহমেদবাগে ১২০ নম্বর বাসা থেকে আয়েশা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।