দেশ বিদেশ
মনোনয়ন দাখিলের শেষ দিন আজ
ঢাকার ২০টি আসনে জমা পড়লো ৩৯টি
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবারদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ। গতকাল পর্যন্ত ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৬৫ জন। এরমধ্যে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কাল থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের কাজ হবে। ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের ৪ থেকে ১৮ নং আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া হচ্ছে। বাকি ৫টি আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা নেয়া হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়ে।
গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দীন নাছিম, আসাদুজ্জামান খান, সাবের হোসেন চৌধুরী, সাঈদ খোকন, আলী আরাফাত সহ দলটির অনেকেই। জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের, তার স্ত্রী শেরিফা কাদের, সৈয়দ আবু হোসেন বাবলাও মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) ও স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগ প্রার্থী বাহাউদ্দীন নাছিম বলেন, ঢাকা-৮ আসনের মানুষ আমাকে চায়। আওয়ামী লীগকে চায়। নির্বাচিত হলে মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।
এই আসনে বর্তমান সংসদ সদস্য ১৪ দলীয় জোটের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবার জোট থেকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ এককভাবে বাহাউদ্দিন নাছিমকে দিয়েছে। দল থেকে নতুন কোনো সিদ্ধান্ত এলে কী করবেন এমন প্রশ্নে আওয়ামী লীগের নাছিম বলেন, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। দল যে সিদ্ধান্ত দেবে, তার সঙ্গে বিরোধিতা করবো না। সাঈদ খোকন বলেন, নেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন। বাস্তবায়নও করেছেন। তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির প্রার্থী আবু হোসেন বাবলা বলেন, অবাধ, সুষ্ঠু ও ফেয়ার নির্বাচন হবে বলে আশা করছি। আমরা দলীয় প্রতীকে নির্বাচন করবো। প্রার্থী আওয়ামী লীগও দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে। আমি আশাবাদী এবারও জিতবো। তারপরও রাজনীতিতে শেষ কথা নেই। রাজনীতি মেরূকরণের মধ্য দিয়ে আগামীতে আরও কিছু হতে পারে।