ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

চকরিয়ায় নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর মনোনয়ন বঞ্চিত এমপি জাফর সমর্থকদের হামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার

কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের সংবর্ধনা সভায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত এমপি জাফর সমর্থকরা। হামলায় ১২ জন আহত হয়েছে। এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এই আসনের বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমের অনুসারী সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনের নেতৃত্বে এই হামলা হয়েছে। তবে নবী হোছাইন এ অভিযোগ অস্বীকার করেছেন।
জাফর আলম কক্সবাজার-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হলেও দল থেকে এবার মনোনয়ন পাননি। তবে এবার এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন তিনি। হামলায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হক বলেন, আওয়ামী লীগের প্রার্থী (সালাহউদ্দিন আহমদ) মনোনয়ন নিয়ে এলাকায় ফিরেছেন। তার জন্য গাড়ি নিয়ে চকরিয়া স্টেশনে যাওয়ার সময় রামপুরা এলাকায় পৌঁছলে চেয়ারম্যান নবী হোসাইনের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় আমাদের ৯টি গাড়ি ভাঙচুর করেছে। এনামুলকে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু জাফর মোহাম্মদ সাদেক বলেন, হাসপাতালে এ পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় একজন (এনামুল হক)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ বলেন, শোডাউনে আগত নেতাকর্মীদের পথে পথে বাধা, হামলা ও ভাঙচুর চালিয়েছেন মনোনয়ন বঞ্চিত এমপি জাফর আলমের লোকজন। যেখানে সাহারবিল এলাকায় নবী হোসেন, স্টেশনে এমপি জাফরের পুত্র তুহিন, ভাগ্নে জিয়াবুল নেতৃত্ব দিয়েছে।
অভিযোগের বিষয়ে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন বলেন, কে কার উপর হামলা করেছে আমি জানি না। আমি কোনো হামলায় জড়িত নই, নেতৃত্বও দেইনি। তবে এ বিষয়ে সংসদ সদস্য জাফর আলমের বক্তব্য পাওয়া যায়নি। 
এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, সাহারবিল এলাকায় একটি সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status