দেশ বিদেশ
সাবেক পুলিশ ও সেনাসদস্যের নেতৃত্বে ডাকাতি, হাতেনাতে ধরা
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবাররাজধানীর শ্যামপুর এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ৩ লাখ ৪৬ হাজার টাকা ডাকাতির সময় একটি চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সাবেক সদস্য জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃরা হলেন, মো. আলম (৬২), মো. আলমগীর হোসেন (৩৯), মো. পলাশ শেখ (৩৫), মো. সাব্বির হোসেন (৩৪)। তাদের মধ্যে মো. আলম বরখাস্তকৃত পুলিশ সদস্য ও মো. আলমগীর হোসেন সেনাবাহিনীর সাবেক সদস্য বলে পরিচয় দেন। গতকাল রাজধানীর মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ.ম. মহিদ উদ্দিন।
তিনি বলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজারের জ্যোতি জুয়েলার্সের মালিক তপন কুমার সাহা তিনি ঢাকার তাঁতী বাজার তার মামা প্রাণতোষ কর্মকারের রাজকোট বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স থেকে কেনা স্বর্ণালঙ্কার তৈরি করে নিজের প্রতিষ্ঠান ফরিদপুরে আলফাডাঙ্গা নিয়ে যান। গত ২৮শে নভেম্বর মঙ্গলবার বিকালে তিনি ফরিদপুর থেকে ঢাকা তাঁতী বাজার আসেন এবং অর্ডারের ৩৮ দশমিক ৯৭০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং মামার কাছ থেকে ধার হিসাবে ৩ লাখ ৪৬ হাজার টাকার একটি হাত ব্যাগে নিয়ে ফরিদপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য পোস্তগোলার উদ্দেশ্যে সিএনজিতে রওনা হন। পথে শ্যামপুর থানার ঢাকা-মাওয়া রোডে পোস্তগোলা ব্রিজের পূর্বপাশের ঢালে পৌঁছালে কেরানীগঞ্জের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস সিএনজি’র গতিরোধ করে। তারপর মাইক্রোবাস থেকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সিএনজি থেকে তাকে টেনে-হিঁচড়ে মাইক্রোতে উঠিয়ে নেয় এবং তার হাত-পা ও চোখ বাঁধার চেষ্টা করে। সে বাধা দিলে তাকে কিলঘুষি মেরে আহত করে। একপর্যায়ে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার নিকট থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ভর্তি ব্যাগ এবং ২টি মোবাইল কেড়ে নেয়।
তিনি বলেন, আসামিরা গাড়ি নিয়ে ঢাকার দিকে যায়। কিছুদূর যাওয়ার পরেই রাস্তায় যানজটে গাড়িটি ঘুরিয়ে উল্টোপথে আসার সময় কর্তব্যরত সার্জেন্ট গাড়িটি সিগন্যাল দিয়ে থামায় এবং গাড়ির কাগজপত্র দেখতে চায়। এছাড়া উল্টাপথে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন পলাতক আসামি মাসুদ সার্জেন্টের কাছে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। অপহৃত ব্যক্তি তপন কুমার তখন পুলিশকে দেখে চিৎকার দিলে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় শ্যামপুর থানার পুলিশের টহল টিম ঘটনাস’লে এলে ডিউটিরত সার্জেন্ট ও অন্যান্য সার্জেট, টিআই এবং পুলিশসহ শ্যামপুর থানা পুলিশ মিলে আসামিদের আটক করে। পরে তাদের কাছ থেকে সর্বমোট ৩৮ দশমিক ৯৭০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং ৩ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।