দেশ বিদেশ
নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই- বাহাউদ্দিন নাছিম
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ চাইলেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, নির্বাচনে যদি কেউ না আসে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যার ভোট সে দিবে সেখানে বাধা দেয়ার অধিকার কারও নেই। এটি সংবিধান বিরোধী। এ অপকর্ম যারা করবে তারা দেশের গণতন্ত্রের শত্রু। গতকাল ঢাকা-৮ আসনের মনোনয়নপত্র জমা দেয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আমাকে ঢাকা-৮ আসনে মনোনয়ন দিয়েছেন। আজ (গতকাল) মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আমি আমার কার্যক্রম পরিচালনা করবো। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আচরণবিধি মেনে আমি জনগণের কাছে যাবো। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ঢেউ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। কিন্তু দলীয় নেতাকর্মীরা কীভাবে নির্বাচন করবে সেই বিষয়ে ইতিমধ্যে পথরেখা ঘোষণা করা হয়েছে। আগামী দিনেও দলের নির্দেশনার বাহিরে নেতাকর্মীরা কাজ করবে না। এর আগে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেয়ার পর বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আমি সবার কাছে দোয়া চাই। এই এলাকার সব মানুষকে সঙ্গে নিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো। এখানকার সব মানুষ অনেক সচেতন এবং তারা বিবেকবোধ সমৃদ্ধ। তাই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্মার্ট নগর হিসেবে গড়ে তুলবো। দল-মত নির্বিশেষে প্রতিটি পর্যায়ের ও শ্রেণি-পেশার সবার কাছেই আমি দোয়া চাই।