ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

প্রয়োজন হলে সেনাবাহিনী মাঠে নামবে, তবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হবে না: ইসি রাশেদা

ভ্রাম্যমাণ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার

‘প্রয়োজন হলে সেনাবাহিনী মাঠে নামবে, তবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হবে না। তারা কেবল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে উপস্থিত থাকবেন। আমাদের ঐকান্তিক চাওয়া হলো নির্বাচনে সব দলই অংশগ্রহণ করুক। নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। তারই ধারাবাহিকতায় যারা নির্বাচনে আসতে চাচ্ছেনা তাদেরকে আমরা আহ্বান করেছি, করছি আপনারা নির্বাচনে আসুন’।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন। গতকাল দুপুরে শহরের বিয়াম ফাউন্ডেশনের কনফারেন্স হলে প্রস্তুতি সভা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমরা এখনো আশাবাদী সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা যদি নির্বাচনে আসে তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নেবো। তাদের জন্য স্পেস আছে। তবে সংবিধান অনুযায়ী নির্বাচনের মেয়াদকালের মধ্যেই আসতে হবে। নির্বাচন কোনোক্রমেই ২৮শে জানুয়ারির বাইরে যাওয়ার সুযোগ নেই। অনুষ্ঠানে এক গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, বিএনপিসহ অন্যান্য দল নির্বাচনে আসলে ইসি পুনরায় তফসিল ঘোষণা করার কথা বলেছেন। কতোদিনের মধ্যে বিএনপিসহ অন্যান্য দল নির্বাচনে আসার ঘোষণা দিলে ইসি বিষয়টি বিবেচনা করবে? এমন প্রশ্নের জবাবে বেগম রাশেদা সুলতানা বলেন, আমরা চাই নিবন্ধন পাওয়া সব দল অংশগ্রহণ করুক। এই কারণে যারা নির্বাচনে আসতে চাচ্ছে না তাদের আহ্বান করছি। আমরা এখনো আশাবাদী। উনারা (বিএনপি) আসবেন। যদি আসে তাহলে আমরা অবশ্যই বিবেচনায় নিবো। আসলে অবশ্যই আমাদের নির্বাচনী মেয়াদকালের মধ্যে আসতে হবে। তার বাহিরে যাওয়া যাবে না। কোনোভাবেই বিধিবদ্ধ সময় ২৮শে জানুয়ারির বাহিরে যাওয়ার সুযোগ নেই। এটি সংবিধানের বিধান। নির্বাচনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, এ বিষয়ে আর কোনো কথা নেই আমাদের। কারণ সিসি ক্যামেরা দিলে ৪২ লাখ কক্ষে দিতে হবে। এক সঙ্গে এতগুলো ক্যামেরা স্থাপনের সক্ষমতা কোনো কোম্পানির নেই। এ ছাড়া তিনি আরও জানান, নির্বাচনে সাংবাদিকরা কোনোভাবে হেনস্তা হলে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ভোটের পরিবেশ রাখার জন্য আইনশৃ্‌ঙ্খলা বাহিনীর পূর্ণ সক্ষমতা আছে। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। প্রস্তুতি সভায় বগুড়া ছাড়াও সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। বগুড়ার ৭ আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ এবং নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬৯টি। ভোট কক্ষ স্থায়ী ৫ হাজার ৮১৫টি ও অস্থায়ী ৪০৮টি মিলে মোট ৬ হাজার ২২৩টি কক্ষে ভোট দিবেন জেলার ভোটাররা।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status