দেশ বিদেশ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী ৩ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর ২০২৩, সোমবাররাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। চলতি বছরের ২৯শে অক্টোবর মোহাম্মদপুর থানা এলাকায় পরিস্তান পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ২১শে নভেম্বর বিকালে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।