দেশ বিদেশ
ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১১৩ জন
স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর ২০২৩, সোমবারঢাকার ২০টি আসন থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন ১১৩ জন। এরমধ্যে শুধু রোববারই নতুন করে মনোনয়নপত্র নিয়েছেন ৩৩ জন। রোববার পর্যন্ত এসব প্রার্থী ঢাকার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন। তবে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত একক আসন হিসেবে ঢাকা-১৪ আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র তোলা হয়েছে। আসনটি থেকে মনোনয়ন তুলেছেন ১৬ জন প্রার্থী। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ আওয়ামী লীগের ৮ জন এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। এ ছাড়া জাতীয় পার্টি (জেপি) থেকে তিনজন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ও স্বতন্ত্র থেকে একজন করে মনোনয়ন সংগ্রহ করেছেন।
ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। কমিশনার কার্যালয় জানায়, রোববার নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৩ জন। এদিন আওয়ামী লীগ থেকে একাধিক, বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র হিসেবেও মনোনয়নপত্র তুলেছেন তারা। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি ঢাকা-৮ ও ১৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ৭ই জানুয়ারি ভোটের দিন রেখে ঘোষণা করা তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।