দেশ বিদেশ
মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কারে ভূষিত ইমেরিটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ
স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর ২০২৩, সোমবার
বিজ্ঞান সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার ২০২৩-এ ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. এবিএম আব্দুল্লাহ। শনিবার বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় সভাপতি সেলিনা হোসেন ও মহাপরিচালক নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেন। এর পূর্বে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি একুশে পদক পান এবং ২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।