দেশ বিদেশ
কেউ ডিবি’র কথা বললে বিশ্বাস করবেন না: হারুন
স্টাফ রিপোর্টার
২০ নভেম্বর ২০২৩, সোমবারঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, গোয়েন্দা সংস্থার পরিচয়পত্র, ড্রেস ছাড়া কেউ ডিবি’র কথা বললে বিশ্বাস করবেন না। ডিবি পুলিশ পরিচয়ে যদি কেউ কাউকে গ্রেপ্তার করে তাহলে ডিবি ও সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। গতকাল মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
‘২৮শে অক্টোবরের ঘটনার পরে ডিবি পরিচয়ে একাধিক ব্যক্তিকে আটক করা হচ্ছ’ এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেয়া হচ্ছে। আমরা আগেও অনেকবার একটা কথা বলেছি, আমাদের ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে সেটি আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অনুযায়ী গ্রেপ্তার করতে যায়। এক্ষেত্রেও আমাদের নির্দেশনা হলো তাদের আইডি কার্ড ঝুলানো থাকবে, পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আধুনিক যে ড্রেস রয়েছে সেটি তাদের শরীরে থাকবে। এ ছাড়া কেউ ডিবি’র কথা বললে বিশ্বাস করবেন না। এটা বলার পরেও দেখা যাচ্ছে কেউ কেউ সাদা পোশাকে এসে ডিবি’র নাম ব্যবহার করে তুলে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সাংবাদিকসহ বিভিন্ন লোকজন আমাদের কাছে তথ্য চেয়ে যোগাযোগ করেন। অনেক সময় আমরা সঠিক তথ্য দিতে পারি না। কারণ আমাদের কাছে নেই।
অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি’র ডাকা সমাবেশে হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জন বিএনপি ও যুবদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তারা ঘটনার দায়ও স্বীকার করেছেন।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
দুইশ’ কোটি টাকা পাচার/ চীনা নাগরিকের অভিনব প্রতারণার ফাঁদ
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]