দেশ বিদেশ
দুর্নীতির কারণে সিলেটে বাঁধ ও নদী ভেঙে যাচ্ছে
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাওর ও নদীগুলোর বাঁধ দেয়া হয়েছে অপরিকল্পিতভাবে। সেখানে এত দুর্নীতি হয়েছে যে, সব বাঁধ ভেঙে যাচ্ছে। নতুন করে যেসব রাস্তা তৈরি হয়েছে তাও ভেঙে যাচ্ছে। সেজন্য আজ দেশে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উৎসবের নামে শত শত কোটি টাকা উড়ানো হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরাঞ্চলসহ বন্যাকবলিত এলাকাসমূহে পানিবন্দি মানুষের জন্য যে সরকারি বরাদ্দ দেয়া হয়েছে তা একেবারেই অপ্রতুল। তিনি বলেন, এমন মহান দুর্যোগের করাল গ্রাসে যখন মানুষ বিপর্যস্ত-বিপন্ন, তখন সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব আনন্দে আত্মহারা।
এ সময় পদ্মা সেতু নিয়ে উৎসব বন্ধ করে বন্যাকবলিত অঞ্চলকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানান রিজভী। তিনি বলেন, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন ভয়ঙ্কর বন্যা আর হয়নি। সবকিছু হারিয়ে মানুষ এখন নিঃস্ব।
পাঠকের মতামত
my uncle spoke like crazy