ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান

স্টাফ রিপোর্টার
১৬ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
mzamin

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন। ২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এটি অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে। আজীবন সম্মাননা যুগ্মভাবে দেয়া হয়েছে অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনাকে। দেশের বাইরে থাকায় খসরুর পুরস্কার নেন অভিনেতা আলমগীর। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। ‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য তারা এ পুরস্কার পান। 

শ্রেষ্ঠ পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন (শিমু), পার্শ্ব অভিনেতা মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ) ও পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আফসানা মিমি (পাপ-পুণ্য)।

বিজ্ঞাপন
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এস এম কামরুল আহসানের ‘ঘরে ফেরা’, ও প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’। এ ছাড়া সেরা খল অভিনেতা সুভাশিষ ভৌমিক ও কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম। যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশুশিল্পী হয়েছে বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সংগীত পরিচালক রিপন খান, গায়ক বাপ্পা মজুমদার, গায়িকা আতিয়া আনিসা, গীতিকার রবিউল ইসলাম জীবন ও সুরকারের পুরস্কার পেয়েছেন শওকত আলী ইমন। এ ছাড়াও শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)। শ্রেষ্ঠ কাহিনীকার যুগ্মভাবে ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম খসরু (গলুই)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আবদুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এসএ হক অলীক (গলুই)। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু (রোহিঙ্গা)। এ ছাড়াও শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ, মেকআপম্যান খোকন মোল্লা, পোশাক ও সাজসজ্জায় তানসিনা শাওন, সম্পাদক সুজন মাহমুদ ও শিল্প নির্দেশক এর পুরস্কার পেয়েছেন হিমাদ্রি বড়ুয়া।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status