ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বিশ্বসেরা বিজ্ঞানী-গবেষকদের তালিকায় চা বিজ্ঞানী ড. মোহাম্মদ শামীম আল মামুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, শনিবার
mzamin

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশের ১০ হাজার ৪৪ জন বিজ্ঞানীর মধ্যে স্থান পেয়েছেন শ্রীমঙ্গলের চা গবেষণা ইনস্টিটিউটের চা বিজ্ঞানী ড. মোহাম্মদ শামীম আল মামুন। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সূত্র জানায়, সম্প্রতি বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকা প্রকাশ করেছে আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র?্যাঙ্কিং। সারা বিশ্বের ২১৮টি দেশের ২২ হাজার ৫৭৮টি বিশ্ববিদ্যালয় ও  ইনস্টিটিউটের ১৩ লাখ ৮৭ হাজার ৮২৯ জন বিজ্ঞানী ও গবেষক এই র?্যাঙ্কিংয়ে স্থান  পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের ২০৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের ১০ হাজার ৪৪ জন বিজ্ঞানী ও গবেষক স্থান করে নিয়েছেন। বিশ্বসেরা গবেষকদের তালিকায় দেশের সেরা বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ গবেষক এবং সংক্রমণ ও পরজীবীবিজ্ঞান গবেষণাগারের প্রধান বিজ্ঞানী রাশিদুল হক। বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলে আগের ৬ বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আই ১০ ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক।  

সূত্র জানায়, কৃষি ও বনায়ন, কলা-নকশা ও স্থাপত্য, ব্যবসায় ও ব্যবস্থাপনা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, ইতিহাস দর্শন ও ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা, প্রকৃতি বিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ মোট ১২টি ক্যাটাগরিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয় এ র?্যাঙ্কিংয়ে। বাংলাদেশের ২০৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬৬৪ জন তালিকায় স্থান করে নিয়েছেন। একক বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি সর্বোচ্চ। প্রতিষ্ঠান হিসেবে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের অবস্থান ১২৬তম।  এই প্রথমবারের মতো বিশ্বসেরা বিজ্ঞানী-গবেষকদের তালিকায় দেশের ১০ হাজার ৪৪ জন বিজ্ঞানীর মধ্যে ১৭০১তম স্থানে রয়েছেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষক ড. মোহাম্মদ শামীম আল মামুন।  আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স এর তথ্য অনুযায়ী, ড. শামীম আল মামুন এর গবেষণাপত্র ৪৫০ এর অধিক বার সাইটেশন করা হয়েছে। র?্যাঙ্কিং তালিকার ‘এইচ’ ইনডেক্স সূত্রে, বাংলাদেশি বিজ্ঞানীদের মধ্যে তাঁর অবস্থান ১৭০১তম, এশিয়া মহাদেশের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ১১৭তম এবং বিশ্বে ৮ লাখ ১১ হাজার ৭৪৪তম। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে ড. শামীম আল মামুন এর মোট ৪৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status