অর্থ-বাণিজ্য
ডলার সংকট সমাধানে বিলাসী পণ্য আমদানি ৬ মাস বন্ধ করা উচিত
অর্থনৈতিক রিপোর্টার
১৯ জুন ২০২২, রবিবার
আমদানি ব্যয় সুরক্ষা ও ডলার সংকট মোকাবিলায় অন্তত ৬ মাসের জন্য বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ করে দেয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। শনিবার অনলাইন প্ল্যাটফরমে প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর পর্যালোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওয়েবিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। আতিউর রহমান বলেন, ৬ মাসের জন্য বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ করা উচিত। ৬ মাসের জন্য বিদেশি ফুল আমদানি বন্ধ করলে কি ঘর সাজবে না? ৬ মাস ওডি গাড়ি না আসলে কি ঢাকায় গাড়ি চলবে না। এমন কিছু বিলাসবহুল পণ্য রয়েছে ছয় মাস বন্ধ থাকলে দেশের সমস্যা হবে না। পাচার করা অর্থ ফেরতের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা অ্যান্ডমন্ড, এপিজি’র সদস্য। অবাধে এরূপ সুযোগ দেয়া হলে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হবো। তাই ভবিষ্যৎ চিন্তা না করে ঢালাওভাবে সুযোগ দেয়া যাবে না। কর আদায়ের পথ সহজ করার প্রস্তাব দিয়ে সাবেক গভর্নর বলেন, প্রত্যক্ষ করের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন।
পাঠকের মতামত
কি লিখবো? লজ্জা নামক একটা কিছু যে মানবীয় গুনাবলি তে থাকা অতিব জরুরী, তা আমরা ভুলে গেছি। একটা প্রতিষ্ঠানের বিলিয়ন ডলার চুরি হয়ে গেলো, এই ভদ্র লোক জাতীকে ১ মাস জানতেই দেন নাই। সে এখন আমাদের উপদেশ দিতে আসছে।