ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উযাপনের সময় বোমা হামলা, নিহত ৫২

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৭ অপরাহ্ন

mzamin

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের সময় ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তাও। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদের কাছে এই বিস্ফোরণটি ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, মাস্টাং শহরে ধর্মীয় এই সমাবেশকে লক্ষ্য করে চালানো ওই হামলাটি ছিল আত্মঘাতী। হামলার পর কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করেছে। পুলিশ বলছে, হতাহতদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। মাস্টাং শহরের অন্তত দুই জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এই হামলাকে ‘অত্যন্ত জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, আহতদের স্থানীয় জনগণ এবং জরুরী উদ্ধারকর্মীরা উদ্ধার করছে। এখনো এই হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি।

বিজ্ঞাপন
পুলিশের উপ-মহাপরিদর্শক মুনির আহমেদ বলেন, বোমা হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ি লক্ষ্য করে তার বোমার বিস্ফোরণ ঘটায়। জেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রশীদ বলেন, অন্তত ৫৮ জন আহত হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে কারণ অনেক মানুষের অবস্থা বেশ গুরুতর।

বিবিসি জানিয়েছে, গত বছর সরকার ও তেহরিক-ই-তালিবান-টিটিপি এর সাথে একটি অস্ত্র বিরতি চুক্তি বাতিল হওয়ার পর পাকিস্তানে ইসলামি সন্ত্রাসীদের হামলা আবার বেড়ে গেছে। তবে শুক্রবারের হামলার দায় অস্বীকার করেছে টিটিপি। বেলুচিস্তানের সরকার প্রদেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আলি মারদান খান দমকি মাস্টাং শহরের এই হামলার নিন্দা জানিয়েছেন। ১২ই রবিউল আওয়ালের মিছিলকে লক্ষ্য করে চালানো এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী জন আচাকাজি বলেন, মাস্টাং শহরে বিস্ফোরণের পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী, বেলুচিস্তান প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মাস্টাং শহরের উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আলি মারদান দমকি এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তথ্যমন্ত্রীর মতে, শত্রুরা বিদেশি সহায়তার মাধ্যমে বেলুচিস্তানের ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তি ধ্বংস করতে চায়। মাস্টাংয়ের বিস্ফোরণ অগ্রহণযোগ্য।

পাঠকের মতামত

এটা সালাফি/ওহাবি জঙ্গিদের কাজ, পৃথিবীতে ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িয়ে বারবার কলুষিত করেছে। ঈদে মিলাদুন্নবী (সা) বিরোধীরা এই বোমা হামলা কে বাহ বাহ দিচ্ছে

হিমেল
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৩:২৫ পূর্বাহ্ন

এত শান্তির দেশ!

samsulislam
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২:৩২ পূর্বাহ্ন

সেই ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর যে সন্ত্রাসের শুরু সাথে প্রতিবেশির সহযোগিতা পেয়ে আজও পাকিস্তানকে কুরে কুরে খাচ্ছে।

মো হেদায়েত উল্লাহ
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২:১৫ পূর্বাহ্ন

নাফরমানি চুড়ান্ত পর্যায়ে পৌঁছালে আল্লাহর তরফ থেকে সুবিচার আসে।

Zaman chowdhury
২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১:৫৫ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status