ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

এবার বাংলাদেশের মতোই লাইবেরিয়ার বিরুদ্ধে ভিসা নীতি যুক্তরাষ্ট্রের

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৮ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের মতোই লাইবেরিয়ার জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ভিসা নীতি ঘোষণা করেন। সেখানেও নির্বাচন আসন্ন। তার আগে বিশ্বজুড়ে এবং লাইবেরিয়াতে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সমর্থন করতে  প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেছেন, লাইবেরিয়াতে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন তাদের জন্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টেও ২১২(এ)(৩)(সি) ধারার অধীনে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। 

আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই ভিসানীতি কার্যকর হবে। এতে বলা হয়, যারা লাইবেরিয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি বা ভোট কারচুপি করবে, জনগণের শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার চর্চা প্রতিরোধ করতে সহিংসতা ব্যবহার করবে, রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজকে প্রতিরোধ করতে ব্যবস্থা নেবে, মিডিয়াকে তার মত প্রকাশে বাধা দেবে, নির্বাচনের ফলে অন্যায় প্রভাব বিস্তারে অন্য যেকোনো রকম উপায় অবলম্বন করবে এবং এসব ব্যবস্থায় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী হবেন যেসব ব্যক্তি বা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে এই ভিসা নীতি। 

এসব ব্যক্তির পরিবারের সদস্যরাও এই ভিসা নীতির আওতায় আসবেন। লাইবেরিয়ার ২০২৩ সালের নির্বাচনের আগে, নির্বাচনকালে এবং পরে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে সেইসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা পেতে অযোগ্য হতে পারেন। এই ভিসানীতি শুধু লাইবেরিয়ার জনগণ বা সরকারকে উদ্দেশ্য করে নয়, সুনির্দিষ্ট করে যেকোনো ব্যক্তির ক্ষেত্রে এটা প্রয়োগ হতে পারে। লাইবেরিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষাকে  সমর্থন করে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
তারই প্রতিফলন এই ভিসা নিষেধাজ্ঞা। এতে দেশটির জনগণের ইচ্ছা এবং সেখানে গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করাই উদ্দেশ্য। 

পাঠকের মতামত

অর্থাভাবে যারা সরকার চালানোর ক্ষমতা নাই তাই অক্টোবর থেকে সরকারি অনেক অফিস বন্ধ ঘোষনা করেছে তারা ভিসা নীতি ঘোষনা হাস্যকর।

Kazi
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১০:৩৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status