বিশ্বজমিন
বাড়ি বাড়ি ঘুরেও সাহায্য পায়নি ১২ বছরের ধর্ষিত বালিকা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

মাত্র ১২ বছর বয়সী একটি বালিকা। অর্ধনগ্ন। ধর্ষণের ফলে রক্তপাত হচ্ছে তার। সেই অবস্থায় দ্বার থেকে দ্বারে ঘুরছে সাহায্যের জন্য। লোকজন তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। সে সাহায্যের জন্য এগিয়ে গেলে একজন লোককে দেখা যায়, তাকে তাড়িয়ে দিচ্ছে। একটি সিসিটিভিতে এসব দৃশ্য ধরা পড়েছে। ভারতের মধ্য প্রদেশের উজ্জয়নে বাদনগর রোডের এ ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। সেখানে ওই বালিকা রাস্তায় রাস্তায় ঘুরে অবশেষে পৌঁছে যায় এক আশ্রমে। সেখানকার একজন ধর্মগুরু সন্দেহ করেন যৌন সহিংসতা ঘটানো হয়েছে মেয়েটির সঙ্গে। তিনি মেয়েটিকে একটি তোয়ালে দিয়ে আবৃত করেন। দ্রুত তাকে নিয়ে যান জেলা হাসপাতালে। সেখানে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়, সে ধর্ষিত হয়েছে। তার ক্ষত মারাত্মক। ফলে সেখান থেকে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে ইন্দোরে। তার রক্তের প্রয়োজন হয়। এগিয়ে যান এক পুলিশ সদস্য। বর্তমানে ওই বালিকার অবস্থা কিছুটা স্থিতিশীল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
একজন পুলিশ কর্মকর্তা বালিকাটির কাছে তার নাম ও ঠিকানা জানতে চান। কিন্তু সে কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেছে পুলিশ। উজ্জয়নের পুলিশ প্রধান সচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। জনগণকে অনুরোধ করা হয়েছে কোনো তথ্য তাদের কাছে থাকলে তা শেয়ার করার জন্য। মেয়েটির উচ্চারণে মনে হচ্ছে সে উত্তর প্রদেশের প্রয়াগরাজের। এ ঘটনার মধ্য দিয়ে নারীর বিরুদ্ধে সহিংসতায় মধ্যপ্রদেশের বীভৎস রেকর্ড আবার সামনে চলে এসেছে।