ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বাড়ি বাড়ি ঘুরেও সাহায্য পায়নি ১২ বছরের ধর্ষিত বালিকা

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

মাত্র ১২ বছর বয়সী একটি বালিকা। অর্ধনগ্ন। ধর্ষণের ফলে রক্তপাত হচ্ছে তার। সেই অবস্থায় দ্বার থেকে দ্বারে ঘুরছে সাহায্যের জন্য। লোকজন তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না। সে সাহায্যের জন্য এগিয়ে গেলে একজন লোককে দেখা যায়, তাকে তাড়িয়ে দিচ্ছে। একটি সিসিটিভিতে এসব দৃশ্য ধরা পড়েছে। ভারতের মধ্য প্রদেশের উজ্জয়নে বাদনগর রোডের এ ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। সেখানে ওই বালিকা রাস্তায় রাস্তায় ঘুরে অবশেষে পৌঁছে যায় এক আশ্রমে।

বিজ্ঞাপন
সেখানকার একজন ধর্মগুরু সন্দেহ করেন যৌন সহিংসতা ঘটানো হয়েছে মেয়েটির সঙ্গে। তিনি মেয়েটিকে একটি তোয়ালে দিয়ে আবৃত করেন। দ্রুত তাকে নিয়ে যান জেলা হাসপাতালে। সেখানে মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়, সে ধর্ষিত হয়েছে। তার ক্ষত মারাত্মক। ফলে সেখান থেকে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে ইন্দোরে। তার রক্তের প্রয়োজন হয়। এগিয়ে যান এক পুলিশ সদস্য। বর্তমানে ওই বালিকার অবস্থা কিছুটা স্থিতিশীল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

একজন পুলিশ কর্মকর্তা বালিকাটির কাছে তার নাম ও ঠিকানা জানতে চান। কিন্তু সে কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেছে পুলিশ। উজ্জয়নের পুলিশ প্রধান সচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। জনগণকে অনুরোধ করা হয়েছে কোনো তথ্য তাদের কাছে থাকলে তা শেয়ার করার জন্য। মেয়েটির উচ্চারণে মনে হচ্ছে সে উত্তর প্রদেশের প্রয়াগরাজের। এ ঘটনার মধ্য দিয়ে নারীর বিরুদ্ধে সহিংসতায় মধ্যপ্রদেশের বীভৎস রেকর্ড আবার সামনে চলে এসেছে।

পাঠকের মতামত

সভ্যতার ধারক-বাহক ইন্ডিয়া!

Abu Muaz Anas Bin El
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:০৯ পূর্বাহ্ন

Hinduder mukhe ak kotha vitore tar biporit jemon tader shera puja durga take ma bole abar maer jat mohilader proti poshur moto achoron kore.

shorol
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:৫৫ পূর্বাহ্ন

এন্ডিয়া বলে কথা

এনামুল
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:২৭ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status