বিশ্বজমিন
সেই মনিপুরে ২ শিক্ষার্থীর মৃতদেহ নিয়ে তোলপাড়, শান্ত থাকার আহ্বান
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৬ অপরাহ্ন
সাম্প্রতিক উত্তেজনার পর এবার ভারতের মণিপুরে দু’জন শিক্ষার্থীর মৃতদেহের ছবি নিয়ে তোলপাড় চলছে চারদিকে। এ দুই শিক্ষার্থী জুলাই মাসে নিখোঁজ হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি ভারতের মূল ধারার মিডিয়ায় ওই ছবি প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, নিহত দুই শিক্ষার্থী মেইতি সম্প্রদায়ের। এর মধ্যে একজন ১৭ বছরের বালিকা এবং অন্যজন ফিজাম হেমজিত (২০) ঘাসের ওপর বসে আছে। দৃশ্যত কোনো জঙ্গলের ভিতর অস্থায়ী ভিত্তিতে তৈরি কোনো ক্যাম্পের পাশে তাদেরকে দেখা যায়। তাদেরকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এই ছবি ছড়িয়ে পড়ার পর মনিপুর সরকার বলেছে, তারা এ ঘটনায় দ্রুত এবং সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে।
ওদিকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)ও এ বিষয়ে দেখাশোনা করছে। কিন্তু এই দুই শিক্ষার্থীর মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বালিকাটিকে দেখা যায় একটি সাদা টি-শার্ট পরিহিত।
জুলাইয়ে ওই দুই শিক্ষার্থীকে দোকানে স্থাপন করা সিসিটিভিতে সর্বশেষ দেখা যায়। তারপর তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এখন তদন্তকারীরা ছবিকে অধিক পরিমাণে পরিষ্কার করার জন্য অত্যাধুনিক সাইবার ফরেনসিক যন্ত্রপাতি ব্যবহার করছেন। এর মধ্য দিয়ে ওই বালক ও বালিকার পিছনে যে দু’জনকে অস্ত্রসহ দেখা যায়, তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।
মনিপুর সরকার এক বিবৃতিতে বলেছে, দুই শিক্ষার্থীর এ বিষয়টি রাজ্য সরকারের নজরে এসেছে। ঘটনাটি রাজ্যের জনগণের ইচ্ছে অনুযায়ী সিবিআইয়ের হাতে তুলে দেয়া হয়েছে। সিবিআইয়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে রাজ্য পুলিশ সক্রিয়ভাবে তদন্ত করছে। সরকার দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে অপহরণকারীদের বিরুদ্ধে। একই সঙ্গে বিবৃতিতে সবাইকে শান্ত থাকতে বলা হয়। তদন্তকারীদের তাদের কাজ করতে দেয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রায় ২৫টি কুকি বিদ্রোহী গ্রুপের ক্যাম্প আছে মনিপুর পাহাড়ে। কেন্দ্র, রাজ্য এবং সেনাবাহিনীর সঙ্গে তারা ত্রিপক্ষীয় অপারেশন স্থগিতের চুক্তিতে স্বাক্ষর করেছে। কুকিদের অভিযোগ, উপত্যকায় বা সমতলে থাকা মেইতিরা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে মেইতিদের অভিযোগ, কুকি বিদ্রোহীরা ওই চুক্তি লঙ্ঘন করেছে। তারা প্রকাশ্যে স্পর্শকাতর অস্ত্র নিয়ে লড়াই করছে। এই দুটি সম্প্রদায়ের মধ্যে গত ৩রা মে সংঘাত শুরু হয়। তারপর কমপক্ষে ১৮০ জন নিহত হয়েছেন। আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]