দেশ বিদেশ
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবাররাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা বিল্লাল হোসেন বলেন, আমরা সিটি করপোরেশনে কাজ করি। ওয়ারীর মেথরপট্টি এলাকায় পাইপ লাইনের কাজ করার জন্য মাটি খোঁড়ার সময় পাশ দিয়ে বিদ্যুৎ লাইন যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ভাতিজা অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বৌলাম গ্রামে। তিনি ওয়ারীতে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]