বিশ্বজমিন
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৫ অপরাহ্ন

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই ব্যক্তিদের মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। আজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, এই ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে ভবিষ্যতে অন্যদের ওপরেও এই নীতির অধীনে ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে।
বিবৃতিতে বলা হয়, আমাদের আজকের পদক্ষেপগুলি শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।
পাঠকের মতামত
আরো কঠোর পদক্ষেপ নেয়া জরুরী
মৃত্যু এবং পরকালের বিচার নিশ্চিত জেনেও আমরা লোভ হিংসা অহংকার থেকে বেরিয়ে আসতে পারিনা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন
বাংলাদেশ যে আবারো একটা একদলীয় পক্ষপাত দুষ্ট ভোটার বিহীন জাতীয় নির্বাচনের দিকে ঝড়ের গতিতে ২৮০ মাইল বেগে ধাবিত হচ্ছে তা বর্তমান শাসক গোষ্ঠির লাগামহীন বেপরোয়া কথা বার্তা আচার আচরণ আর প্রশাসনিক বিচারিক কর্মকান্ডই তা প্রমান করে। প্রয়োজনে ১৮ কোটি জনগনের বুকে পারা দিয়ে কিংবা রক্ত গঙ্গা বইয়ে দিয়ে হলেও শেখ হাসিনা তার ক্ষমতার মসনদ ধরে রাখবে। প্রয়োজনে লাগাম ছাড়া অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিবে, তবুও শেখ হাসিনার ক্ষমতা চাই ক্ষমতা। এমতাবস্থার পরিত্রাণে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনি ঐতিহাসিক পদক্ষেপ প্রত্যাশা করে বাংলাদেশের ভোটাধিকার হারা জনগণ। নয়তো বাংলাদেশ আরেকটা কম্বোডিয়ায় পরিণত হোক এটা বাংলাদেশের অধিকার হারা জনগণ চায়না।
আলহামদুলিল্লাহ। We want Justice We want free & Fair participating election
CAREFUL "BNP"
আলহামদুলিল্লাহ
এটা দেশের জন্য লজ্জাষ্কর বিষয় হলেও এর প্রয়োজন ছিল।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]