ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

সৌদি আরব পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে, যদি...

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৯ অপরাহ্ন

mzamin

যদি শত্রু দেশ ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তাহলেই সৌদি আরব পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বুধবার সৌদি আরবের ক্ষমতার মূলে থাকা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, ইসরাইলের আরও ঘনিষ্ঠ হচ্ছে তার দেশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত হওয়ার কথা অস্বীকার করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিদিনই ঘনিষ্ঠ হচ্ছি। তবে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে আরও অগ্রগতি চায় সৌদি আরব। কিন্তু তিনি যখন এমন কথা বলছেন, তখন ফিলিস্তিনের পশ্চিম তীরে দখল করা অংশে বিতর্কিতভাবে বসতি নির্মাণ অব্যাহত রেখেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকার। সৌদি আরবের ক্রাউন প্রিন্স বলেন, আমাদের কাছে ফিলিস্তিন ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমস্যার সমাধান প্রয়োজন। 

এ পর্যন্ত ৫টি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল। কিন্তু সৌদি আরব এখন পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করেনি।

বিজ্ঞাপন
তাদের স্বীকৃতিকে মধ্যপ্রাচ্যে কূটনীতিতে একটি ঐতিহাসিক উপহার হিসেবে দেখছে ইসরাইল এবং অন্যরা। এর কারণ, ইসলামাদের পবিত্র দুই স্থাপনার রক্ষক হিসেবে ভূমিকা পালন করে সৌদি আরব। ইরানের বিষয়ে অভিন্ন শত্রুতা পোষণ করে ইসরাইল, সৌদি আরব ও অন্য আরব রাষ্ট্রগুলো। এর কারণ, সেখানকার রাষ্ট্র চালান শিয়া মতাবলম্বীরা এবং তারা ঘন ঘন সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নেন। 

সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সতর্কতা দেন। বলেন, যদি ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আমরাও একটির অধিকারী হবো। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চুক্তিসহ নিরাপত্তা গ্যারান্টি চায় সৌদি আরব। 

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে ইরান। তবে ২০১৫ সালে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি থেকে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তি লঙ্ঘন করে আসছে ইরান। এ অঞ্চলে একমাত্র পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হলো ইসরাইল, যদিও তা অঘোষিত।

 

পাঠকের মতামত

কেন ইস্রাইলের নাম টা বলতে ভয় লাগে?ইরান আপনাদের এনিমি নই।

Golam kibria
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status