দেশ বিদেশ
ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা রিয়াজউদ্দিনকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারদলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গতকাল এই তথ্য জানান। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ ‘সুনির্দিষ্ট’ কিছু অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা বলেছিলেন তারা। পরে বিষয়টি পরিষ্কার করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে সকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় রিয়াজউদ্দিনকে অব্যাহতির সুপারিশ করা হয়। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।