বিশ্বজমিন
টাকা না দিয়ে এক্স ব্যবহারের দিন তবে শেষ!
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন
মাইক্রোব্লগিং সাইট এক্স ব্যবহার করতে হলে সবাইকেই টাকা খরচা করতে হবে। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। ভুয়া একাউন্ট ও বট দমন করতেই নতুন এই পদ্ধতির কথা ভাবছেন তিনি। আনুষ্ঠানিকভাবে নতুন এই নিয়ম চালু হলে, সকল এক্স ব্যবহারকারীকেই প্রতি মাসে সামান্য কিছু অর্থ প্রদান করতে হবে। এ খবর দিয়েছে এএফপি।
খবরে জানানো হয়, এক্স অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মের একাধিক পরিবর্তন করেছেন ইলন মাস্ক। নাম পরিবর্তন করে পূর্বের ‘টুইটার’ বদলে এর নাম করেছেন এক্স। এরপর তিনি ব্লু টিক বা ভেরিফাইড একাউন্টের জন্য মাসে আট ডলার করে ফি নির্ধারণ করেন। তাতে আস্তে আস্তে অভ্যস্তও হয়ে গেছেন এক্স ব্যবহারকারীরা। কিন্তু এবার আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মাস্ক।
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের সময় মাস্ক এক্সের বর্তমান কিছু পরিসংখ্যান সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। তিনি জানান যে, এই মুহূর্তে এক্সের ব্যবহারকারীর সংখ্যা ৫৫ কোটি। প্রতিদিন প্ল্যাটফর্মটিতে ১০ থেকে ২০ কোটি পোস্ট পড়ে। যদিও নেতানিয়াহুর সঙ্গে মাস্কের আলোচনার মূল বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহারের ঝুঁকি। কিন্তু সেই আলোচনাতেই এক্স নিয়েও কথা চলে আসে।
নেতানিয়াহু মাস্ককে প্রশ্ন করেন যে, এক্সে ইহুদিবিদ্বেষ কমাতে ‘বট আর্মি’র বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা। এর জবাবেই মাস্ক বলেন, বট সমস্যা মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে প্রতি মাসে সামান্য হলেও পেমেন্ট সিস্টেম চালু করা। উল্লেখ্য, এক্স কিনে নেয়ার পর থেকেই মাস্ক প্লাটফর্মটিতে থাকা বটের সংখ্যা কমাতে নানা ব্যবস্থা নিয়েছেন। তার দাবি, ভেরিফাইড একাউন্টের জন্য অর্থ নেয়ার কারণে বটের সংখ্যা কিছুটা কমেছে।