ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

তেলাপিয়া মাছ খেয়ে অঙ্গহানি!

মানবজমিন ডেস্ক

(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

ব্যাকটেরিয়া সংক্রমিত তেলাপিয়া মাছ খেয়ে এক নারী তার চারটি অঙ্গ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এ ঘটনা ঘটেছে। ৪০ বছর বয়সী নারী লরা বারাজাস তেলাপিয়া মাছ রান্না করেছিলেন। তবে তা পুরোপুরি রান্না শেষ না করেই (আন্ডারকুকড) তিনি ওই মাছ খান। এতে ওই তেলাপিয়াতে প্রাণঘাতী যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ছিল, তাতে আক্রান্ত হন লরা। 

নিউ ইয়র্ক পোস্ট বলছে, এ জন্য লরাকে এক মাস ধরে হাসপাতালে থাকতে হয়েছে। অবশেষে গত বৃহস্পতিবার জীবন বাঁচাতে তার অপারেশন করা হয়। তার বন্ধুদের একাউন্টে এমনটাই দাবি করা হয়েছে। মিস বারাজাসের বান্ধবী আনা মেসিনা বলেছেন, আমাদের সবার জন্য খারাপ খবর। ভয়াবহ খবর। এমনটা আমাদের জন্য হওয়া উচিত ছিল না।

বিজ্ঞাপন
বারাজাস কম সিদ্ধ মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এই মাছ সে স্থানীয় সান জোসে মার্কেট থেকে কিনেছিল। বাড়ি গিয়ে নিজেই তা রান্না করে। আর এখন তাকে প্রায় পুরোটা জীবন হারাতে হচ্ছে। তাকে কৃত্রিম শ্বাসকার্য চালাতে হয়েছে। হাসপাতালে তাকে কোমায় রাখা হয়। তার আঙ্গুলগুলো কালো হয়ে গেছে। পায়ের পাতা কালো হয়ে গেছে। তার নিচের ঠোঁট কালো হয়ে গিয়েছে। তার পুরো শরীর ‘সেপসিস’ পর্যায়ে চলে গিয়েছিল। সেপসিস হলো এমন এক অবস্থা যখন শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে না। তার কিডনিও ফেইল করে। 

মিস মেসিনা বলেন, বারাজাস ভাইব্রিও ভালনিফিকাস নামের ভয়াবহ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছে। সাধারণত সামুদ্রিক খাদ্য ও সমুদ্রের পানিতে এমন ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া যায়। এ জন্য সামুদ্রিক খাদ্য খাবার উপযোগী করা বা যথাযথভাবে রান্না করা গুরুত্বপূর্ণ। তা নাহলে এমন ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে যায়। 

ইউসিএসএফের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. নাতাশা স্পোসিউড বলেন, এই ব্যাকটেরিয়ায় সংক্রমিত হওয়ার আশঙ্কা তখনই থাকে, যখন তাতে সংক্রমিত কোনো খাবার আপনি খাবেন। আবার আপনার শরীরে কোথাও কেটে গেছে বা ট্যাট্টু করিয়েছেন- সেখানে যদি সামান্য ক্ষত থাকে আর আপনি সমুদ্রের পানিতে বা নোংরা পানিতে নামেন তাহলে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।  

পাঠকের মতামত

সারা জীবন শুনে এসেছি, সমুদ্রের নোনা পানিতে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। যুগ যুগ ধরে মানুষ মাছ লবন মাখিয়ে রেখে তারপরে ধৌত করে। তাই জাপানীজরা সাগরের মাছ কাঁচা খেলেও নদী বা মিঠা পানির মাছ কাঁচা খায় না। লেখকের লেখায় কোন তথ্যগত ভুল আছে। আর আলচ্য তেলাপিয়া মাছও কিন্তু সমুদ্রের মাছ নয়। মিঠা পানির মাছ।

Rabbi Badal
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১২:০৮ পূর্বাহ্ন

নিউজ একটা পেলেই করতে হয়। দেশে লক্ষ লক্ষ মাছ চাষি আছে যারা তেলাপিয়া চাষ করে। যেভাবে নিউজ করেছেন তাতে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। অনেকেই মাছটা খেতে ভয় পাবে।

মোঃ জাকির হোসেন।
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:১৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি/ কানাডায় বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status