দেশ বিদেশ
ডিএমপি’র সাত কর্মকর্তাকে বদলি
স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন- ডিসি এবিএম মাসুদ হোসেনকে ডিবি মিরপুর বিভাগে; ডিসি মানস কুমার পোদ্দারকে প্ল্যানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, এডিসি মির্জা সালাউদ্দীনকে উত্তরা বিভাগের উত্তরা জোনে, এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে লজিস্টিকস্ বিভাগের প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্সে, এডিসি মো. বদরুল হাসানকে লালবাগ বিভাগের কোতয়ালি জোনে, এসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ডিবি-তেজগাঁও বিভাগে এবং এসি রাজন কুমার সাহাকে গুলশান বিভাগের বাড্ডা জোনে বদলি করা হয়েছে।