ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

এবার হোয়াটসঅ্যাপেও চালু হলো ‘চ্যানেল’ ফিচার

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৮ অপরাহ্ন

mzamin

ফেসবুকের পর এবার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও চ্যানেল ফিচার চালু করেছে মেটা। ফলে এখন থেকে কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিরা হোয়াটসঅ্যাপে নিজের চ্যানেল খুলতে পারবেন। ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামকে টেক্কা দিতেই এই নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। গত জুন মাসেই এই ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করেছিল মেটা। তবে এবার বাংলাদেশসহ মোট ১৫০ দেশে এ ফিচার চালু হলো।

মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজেই তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এ খবর দিয়েছেন। আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে মিলবে এই ফিচার। এখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটঅ্যাপের স্ট্যাটাস মেসেজও দেখা যাবে। দেশের ভিত্তিতে বাছাই করা চ্যানেলের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আবার ফলোয়ার সংখ্যা ও সক্রিয়তার ওপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেলও দেখা যাবে। 

তবে জানা গেছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status