দেশ বিদেশ
গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৫ আহত ২৫
মানবজমিন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারগাজা উপত্যকায় একটি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার সশস্ত্র গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ২০০৫ সাল থেকে ইসরাইলের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে গাজা। তারই বর্ষপূর্তি উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। আর সেই সমাবেশেই ঘটে এই বিস্ফোরণে ঘটনা। বিস্ফোরণের পর ইসরাইলের সেনাবাহিনী ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘটনার পর ইসরাইল সীমান্তে জড়ো হন ফিলিস্তিনিরা। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, ধারণা করা হচ্ছে বিক্ষোভকারী সেজে কেউ একজন সেখানে হামলা চালিয়েছে। ইসরাইলের কাঁটাতারের বেড়া থেকে কয়েক মিটার দূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগে সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরাইলি সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]