ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিএনপি’র ৬৬ আইনজীবীর মামলার পুলিশ প্রতিবেদন ১১ই অক্টোবর

স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ ৬৬ আইনজীবীর বিরুদ্ধে হওয়া মামলার পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ই অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার (১৩ই সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। গত মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) রাতে রাজধানীর কোতোয়ালি থানায় উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন- বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, এডভোকেট কামরুল ইসলাম সজল, এডভোকেট মাহবুবুর রহমান খান, এডভোকেট জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, এডভোকেট দেওয়ান রিপন, এডভোকেট হাজী মো. মহাসিন, এডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম, এডভোকেট আব্দুল্লাহ্ আল-মামুন, এডভোকেট শাম্মী আক্তার, এডভোকেট মোসা. হিরা, এডভোকেট নারগিস পারভেজ মুক্তি, এডভোকেট নুরুল ইমান বাবুল, এডভোকেট ইউসুফ সরকার, এডভোকেট আজাহারুদ্দিন রিপন, এডভোকেট কেএম মিরাজ হোসেন, এডভোকেট সাইদুর রহমান সোহাগ, এডভোকেট কেএম বরকত সবুজ, এডভোকেট মাহবুব আলম আক্তার, এডভোকেট জহুরুল ইসলাম মুকুল, এডভোকেট কাজী পনির, এডভোকেট এস এম হুমায়ুন কবির, এডভোকেট মোসা. তাহমিনা আক্তার হাসমি, এডভোকেট হাফিজুর রহমান হাফিজ, এডভোকেট তহিদুর রহমান তৌহিদ, এডভোকেট আব্দুল হান্নান, এডভোকেট শফিকুল ইসলাম শফিক, এডভোকেট মোসা. খুকি, এডভোকেট যাদু, এডভোকেট নুরুজ্জামান, এডভোকেট জাবেদ, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট ইব্রাহীম স্বপন, এডভোকেট সাঈদ আবু জাফর রিজভী, এডভোকেট আল ফয়সাল সিদ্দিক, এডভোকেট এমডি কাইয়ুম, এডভোকেট দেলোয়ার জাহান রুমি, এডভোকেট এ. আর রায়হান, এডভোকেট আমির, এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট নুরুজ্জামান তপন, এডভোকেট মাজিদুর রহমান মাজেন, এডভোকেট তানভীর সোহেল, এডভোকেট মোসা. রওসন দিল আফরোজ, এডভোকেট সেলিম চৌধুরী, এডভোকেট শাহাদা হোসেন আদিল, এডভোকেট আব্দুল বাছেদ রাখি, এডভোকেট শেখ আলাউদ্দিন, এডভোকেট রফিক (সাবেক লাইব্রেরিয়ান), এডভোকেট ইলিয়াছ, এডভোকেট আফজাল মৃধা, এডভোকেট টিপু সুলতান, এডভোকেট আশরাফ জালাল খান মনন, এডভোকেট শিপন, এডভোকেট লুৎফর, এডভোকেট লতিফ ভূঁইয়া, এডভোকেট মাহাবুব উদ্দিন, এডভোকেট পাপ্পু, এডভোকেট রাহাত, এডভোকেট রাসেল আহম্মেদ, এডভোকেট ফরিদ উদ্দিন ও এডভোকেট শহিদুল ইসলাম। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status