বাংলারজমিন
কোচিং সেন্টারে গৃহবধূকে গণধর্ষণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৩, শনিবারপাবনার ঈশ্বরদীতে ভাষা শিক্ষা কেন্দ্রে ডেকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নাহিয়ান ইসলাম নাহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। এর আগে ২৯শে আগস্ট বিকালে উপজেলা সদরের শেরশাহ রোড এমবিশন কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্রে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আটক ব্যক্তি উপজেলার পূর্বটেংরী ঈদগাহ রোডের শাহনেওয়াজ ইসলাম ফিরোজের ছেলে। জানা যায়, পৌর শহরের মশুড়িয়া পাড়ার জনৈক ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর ৬ বছর আগে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ভুক্তভোগী তার ছেলেকে পড়ানোর জন্য পূর্ব পরিচিত নাহিয়ান ইসলাম নাহিদকে গৃহশিক্ষক খুঁজে দেয়ার জন্য অনুরোধ করেন। ২৯শে আগস্ট বিকালে নাহিদ মোবাইল ফোনে ছেলেকে পড়ানোর বিষয়ে আলোচনার করার কথা বলে ওই গৃহবধূকে তার ভাষা শিক্ষা কেন্দ্রে ডেকে নেন। পরে গৃহবধূ প্রতিষ্ঠানে যান এবং কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে নাহিদসহ তার ২ সহযোগী সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর তাকে কক্ষ থেকে বের করে দেয়া হয়।
বাড়ি ফিরে মা ও স্বামীকে ঘটনা খুলে বলেন তিনি। এরপর গত বৃহস্পতিবার রাতে ওই নারীর স্বামী ঈশ্বরদী থানায় মামলা করেন। ওসি অরবিন্দ সরকার জানান, গৃহবধূকে ৩ জন মিলে ধর্ষণ করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে তার স্বামী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। এর আগে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি নাহিয়ানকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। জানতে চাইলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পাবনা জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তিনি এখনো হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।