অর্থ-বাণিজ্য
বাদাম বিক্রেতা জাকারিয়ার মুখে চিন্তার ভাঁজ
নাইম হাসান
১২ জুন ২০২২, রবিবার
নীলক্ষেত, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায়ই বাদাম বিক্রি করতে দেখা যায় জাকারিয়াকে। ১৮ বছরের যুবক দারিদ্র্যের কশাঘাতে পঞ্চম শ্রেণির পর আর লেখাপড়া করতে পারেননি। জীবিকার তাগিদে বেছে নিয়েছেন বাদাম বিক্রির মতো ক্ষুদ্র ব্যবসা। রাজধানীতে এক বছর যাবত এভাবে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করছেন জাকারিয়া। এর আগে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাথে কসমেটিক্সের ব্যবসা করতেন। বর্তমানে থাকেন রাজধানীর নাখালপাড়ায় একটি ব্যাচেলর বাসায়। জাকারিয়া মানবজমিনকে বলেন, আমার গ্রামের বাড়িতে বাবা, মা ও এক ছোটো ভাই আছে। বাবা ছোটো ব্যবসা করেন। ছোটো ভাই ক্লাস নাইনে পড়ে। ওর পুরো খরচ আমি চালাই।
বিজ্ঞাপন