বাংলারজমিন
রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৯ আগস্ট ২০২৩, শনিবারকুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হওয়ার ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রাশেদা খাতুন (৪৫)। তিনি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামের নেককার হোসেনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ জানায়, নেককার হোসেন প্রতিদিনের মতো তার ইজিবাইকটি বাড়ির বৈদ্যুতিক লাইনে চার্জে লাগিয়ে রাখেন। কিন্তু কোনো কারণে তারে সমস্যা হওয়ায় ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে ইজিবাইকে চার্জ হয়েছে কিনা তা দেখতে স্ত্রী রাশেদা খাতুন ইজিবাইকের কাছে গিয়ে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পথেই তার মৃত্যু হয়। রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।