অর্থ-বাণিজ্য
ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের দাম বাড়বে
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন
ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ কারণে ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ভাড়া কমপক্ষে ১৫ শতাংশ বেড়ে যাবে।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি। এর ফলে এসি টিকিটের পাশাপাশি ট্রেনের চেয়ার কোচের টিকিটেও বাড়তি ভাড়া গুনতে হবে।