অর্থ-বাণিজ্য
শিক্ষায় বরাদ্দ বাড়ল সাড়ে নয় হাজার কোটি টাকা
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন
আসন্ন অর্থবছরে (২০২২–২৩) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে টাকার অংকে মোট বরাদ্দ বাড়ছে। চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন অর্থ বছরে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই দুই মন্ত্রণালয়ের জন্য আসন্ন অর্থ বছরে মোট ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি বছরের জন্য বরাদ্দ করা হয়েছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে বরাদ্দের এই তথ্য উল্লেখ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবার ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থ বছরের জন্য বরাদ্দ করা হয়েছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা এ বছরের জন্য করা হয়েছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থ বছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।
।
পাঠকের মতামত
শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ জরুরি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরণের বৈষম্য দূরীকরণ ছাড়া শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়। টাকা বরাদ্দ দেওয়া হয় কিন্তু খাতওয়ারি উল্লেখ করা হয় না খুবই দুঃখজনক।
বরাদ্দের টাকাগুলো কোন কোন খাতে যায় এবং সব খাতের আদৌ দরকার আছে কিনা সেটাও উল্লেখ প্রয়োজন।