অর্থ-বাণিজ্য
সার্ভারে ত্রুটি, বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত
অর্থনৈতিক রিপোর্টার
(২ মাস আগে) ৩১ জুলাই ২০২৩, সোমবার, ৭:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে।
একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, আরটিজিএসে সমস্যার কারণে আমরা আন্তব্যাংক লেনদেন করতে পারিনি। বেশিরভাগ দৈনিক আন্তঃব্যাংক লেনদেনের জন্য আরটিজিএস দরকারি, তাই এই সিস্টেমের সমস্যা লেনদেনের ওপর প্রভাব ফেলছে। তিনি জানান, মোট আন্তঃব্যাংক লেনদেনের প্রায় ৯০ শতাংশই আরটিজিএসের মাধ্যমে হয়ে থাকে। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদের কর্মীদের মাসিক বেতন দিয়ে থাকে তখন এই সমস্যা দেখা যায়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত এক সপ্তাহ ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে, সোমবার পর্যন্ত ৪২টি ব্যাংকের আরটিজিএসের সমস্যা সমাধান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন বলেন, কারিগরি সমস্যা আছে, তবে যত দ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]