অর্থ-বাণিজ্য
রিজার্ভ আরও কমলো
অর্থনৈতিক রিপোর্টার
২৪ জুলাই ২০২৩, সোমবারআন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) নিয়মে দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ ২ হাজার ৩৪৪ কোটি (২৩ দশমিক ৪৪ বিলিয়ন) ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯৮৫ কোটি ডলার (২৯ দশমিক ৮৫ বিলিয়ন) ডলার। গতকাল (২৩শে জলাই) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রতি মাসে ৬ বিলিয়ন ডলার হিসাবে এ রিজার্ভ দিয়ে প্রায় ৪ মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফ’র পদ্ধতিতে ১০ দিন আগে অর্থাৎ ১৩ই জুলাই রিজার্ভ ছিল ২৩.৫৬৯ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল ২৯.৯৭৩ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ১০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো প্রায় ১২ কোটি মার্কিন ডলার। প্রসঙ্গত, আমদানি ব্যয়সহ বিভিন্ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে থাকে বাংলাদেশ ব্যাংক। আবার একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সোর্স থেকে রিজার্ভ হিসাবে বৈদেশিক মুদ্রা আসে। এরমধ্যে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা হয়। এ ছাড়া বৈদেশিক ঋণের অর্থও সরাসরি রিজার্ভে যুক্ত হয়। গত সপ্তাহে বৈদেশিক মুদ্রা আসা ও যাওয়ার পর ১২ কোটি মার্কিন ডলার কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।
পাঠকের মতামত
বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২ বছর হয়ে গেল। আমরা এখনও পরনির্ভরশীল জাতি হিসাবে পিছিয়ে পড়ে আছি। বিজ্ঞান ও প্রজুক্তিতে আমরা অনেক অনেক পিছিয়ে পড়ে আছি। আমদের বিদেশি মুদ্রা চলে যাচ্ছে বিদেশি প্রজুক্তি পিছনে। সম্প্রতি আমরা পদ্মা সেতু করেছি বিদেশিকে দিয়ে, যমুনা সেতু, মেঘনা সেতু, বুরিগঙ্গা সেতু, মেট্রো রেল ইত্যাদি করেছি বিদেশীদেরকে দিয়ে যারা আমদের কস্তারগিত বিলিওন বিলিওন বিদেশি নিয়ে গেছে। সারা পৃথিবী এগিয়ে গেছে- আমরা কেন পিছিয়ে আছি? তিতাস গাসের distribution system এখনও বিদেশিদের হাতে!!! কিন্তু কেন? Garments Industry চালাতে আমদের বিদেশি লোক দরকার হয় এবং বিলিওন্স অফ ডলার খরচ হচ্ছে। আমরা বিদেশি মুদ্রা খরচ করছি যাচ্ছে তাই ভাবে। আমরা রাস্তা মেরামত করছি ADB Loan নিয়ে। গরীব দেশ আমদের-এখানে আমরা কিছ সংখক বেসরকারি ও সরকারি লোক বড় বড় গাড়ি ব্যবহার করে বিদেশী মুদ্রা খরচ করে পেট্রোল পোড়াচ্ছই। এতে করে বিদেশি মদ্রার রিজার্ভে কমে যাবেই। বর্তমান সরকার এক টানা ১৫ বছর দেশ পরিচালনা করছে- আমরা বিজ্ঞান ও প্রজুক্তির অনেক অনেক উন্নতি হবে, আমরা একটা Export Oriented দেশ হব, শিল্পে উন্নত, আত্মনির্ভরশীল একটা দেশ হব, অর্থনৈতিক ভাবে উন্নত একটা দেশ হব - এটাই আশা করেছিলাম। কিন্তু পত্র পত্রিকায় কি দেখছি আমরা, বাস্তবে কি পাচ্ছি!!!! তাই সত্যিকার অর্থে উন্নত দেশ গড়ার জন্য বিজ্ঞান, প্রযুক্তির উপর বিনিয়ক করি, দেশটাকে একটা শিল্পোন্নত দেশে পরিবর্তন করি - না হলে সারাজীবন শূনতে হবে - বিদেশি মুদ্রা নেই, তেল আনা যাচ্ছে না, গ্যাস আনা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]