অর্থ-বাণিজ্য
সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ
অর্থনৈতিক রিপোর্টার
(৩ মাস আগে) ২ জুলাই ২০২৩, রবিবার, ৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৮ অপরাহ্ন

চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে সব ধরনের গাড়ি, বিমান ও জাহাজ কেনাকাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা বন্ধ এবং প্রকল্পের অর্থ ছাড় পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। সব ধরনের আবাসিক, অনাবাসিক, অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ও বন্ধ থাকবে। বৈদেশিক ভ্রমণ, কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ এবং ভূমি খাতের অধিগ্রহণ বাবদ বরাদ্দ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত জরুরি পরিপত্র জারি করা হয়েছে। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের জন্য বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের ২০ থেকে ২৫ শতাংশ সাশ্রয় করার নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ খাতের সর্বোচ্চ ৭৫ শতাংশ এবং জ্বালানি খাতের বরাদ্দে সর্বোচ্চ ৮০ শতাংশ খরচ করা যাবে বলেও নির্দেশনায় বলা হয়।
অর্থ বিভাগের উপ-সচিব আনিসুজ্জামান স্বাক্ষরিত এ পরিপত্রে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে সকল মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় অর্থনৈতিক কোডসমূহে বরাদ্দকৃত অর্থ নিম্নোক্তভাবে ব্যয় করা যাবে:
(১) বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট ও গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ।
সকল আবাসিক ভবন, অনাবাসিক ভবন এবং অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। সকল প্রকার মোটরযান, জলযান ও আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের অধিক পুরনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে এবং ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে।
উপরের খাতের বরাদ্দকৃত অর্থ অন্য কোনো খাতে এবং অন্য কোনো খাত হতে এসব খাতে পুনঃ উপযোজন করা যাবে না।
যেসব শর্তে বিদেশ ভ্রমণ করা যাবে
নতুন নির্দেশনায় সব ধরনের বিদেশ ভ্রমণ, কর্মশালা, সেমিনার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। কোনো বিদেশ ভ্রমণ কর্তৃপক্ষের অত্যাবশ্যকীয় বিবেচিত হলে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে করা যাবে।
এছাড়া পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা/বিশ্ববিদ্যালয়/দেশ কর্তৃক প্রদত্ত স্কলারশিপ/ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন করা যাবে।
বিদেশি সরকার/প্রতিষ্ঠান/উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণ; এবং সরবরাহকারী/ঠিকাদার/পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মকর্তারা সেবা/পণ্যের গুনগত মান নিরীক্ষা/পরিদর্শন খাতে সীমিত ভ্রমণ করতে পারবে।
গত অর্থবছরে ১৫ হাজার কোটি সাশ্রয়
২০২২-২৩ অর্থবছরের শুরু থেকে সরকারের কৃচ্ছ্রসাধনের নীতিতে এ পর্যন্ত সরকারি ব্যয়ে ১৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।
এই অর্থের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাত থেকে সাশ্রয় হয়েছে ১ হাজার ৯৩ কোটি টাকা।
পাঠকের মতামত
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য মো. সাহাবুদ্দিনের নির্দেশে লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ কর্মকর্তার তুরস্ক যাত্রা বাতিল করা হয়েছে।প্রি চালান পরিদর্শন যাওয়ার কথা ছিল প্রি চালান করার কোম্পানি আছে তারা করবে।সরকারি অর্থ কন্টাকটার এর মাধ্যমে যাবে। সরকারি দপ্তরে উর্ধতন কর্মকর্তাদের পরিদর্শন সরকারি অর্থ ব্যয়ের আরেক অনিয়ম। নতুন প্রকল্পের সঙ্গে বিদেশ ভ্রমণ প্রথা কে চালু করেছিলেন ? সরকারি আমলারা যদি বিদেশ গিয়ে কাজ শিখে আসতে হয় তাহলে এরা বিসিএস পাশ করল কি করে ? খিচুড়ি রান্না শিখার জন্য ও বিদেশ ভ্রমণ নিয়ে একবার খবর বেরিয়ে ছিল । অথচ দেশের অশিক্ষিত মহিলারা ও বংশানুক্রমে মা'র কাছ থেকে সুস্বাদু খিচুড়ি রান্না জানে । লাখ লাখ মহিলা দেশে অভিজ্ঞ বাবুর্চি
নতুন প্রকল্পের সঙ্গে বিদেশ ভ্রমণ প্রথা কে চালু করেছিলেন ? সরকারি আমলারা যদি বিদেশ গিয়ে কাজ শিখে আসতে হয় তাহলে এরা বিসিএস পাশ করল কি করে ? খিচুড়ি রান্না শিখার জন্য ও বিদেশ ভ্রমণ নিয়ে একবার খবর বেরিয়ে ছিল । অথচ দেশের অশিক্ষিত মহিলারা ও বংশানুক্রমে মা'র কাছ থেকে সুস্বাদু খিচুড়ি রান্না জানে । লাখ লাখ মহিলা দেশে অভিজ্ঞ বাবুর্চি ।
There are lot of Bangladeshi common people go to foreign countries for tour, cultural programmes, reunions, family meetings etc. It includes huge costs by air tickets, travel tax, shopping in foreign countries etc. All these spending has to be paid in dollars. So, all types of such unnecessary personal tour to foreign countries should also be banned to retain foreign reserve.
সরকার হুজুরদের মত কথাবার্তা বা আচরণ করেন। একদিকে বলে অর্থনৈতিক সংকটের কারণে বিদেশ যাওয়া নিষেধ আবার অন্যদিকে বলে যে কারণে বিদেশ যাওয়া যাবে। যেই লাউ সেই কদু। যারা বিদেশ যাবে তারা তো অপ্রয়োজনে প্রয়োজনের খাদ্ দেখিয়ে বিদেশ যাত্রা বা প্রয়োজনের খাতিরেই জিনিস পত্র ক্রয় করবেন। হুজুররা যেমন বলেন কিছু কিছু জিনিষ ব্যাবহার করা বৈধ নয় অবৈধ তবে মারপাচের ভিতর দিয়ে কিছু জিনিষ বৈধ করা যায়।
গত বছর সরকারের কৃচ্ছ্রসাধনের নীতিতে ১৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়ে থাকলে এবছর এত কড়াকড়ি কেন? সাশ্রয়কৃত অর্থ কোন কাজে লাগানো হবে?
সরকারি অফিস টাইমও যথাযথভাবে পালন করা হোক। সরকারি দপ্তরে কর্মকর্তাদের রাত্রী যাপন বন্ধ করা হোক। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার ১ ঘন্টা অফিস সময় কমিয়ে আনলেও অনেক দপ্তরের কর্মকর্তারা এসি লাগিয়ে রাত অবধি অফিসে বসে থাকেন। সরকারি দপ্তরে উর্ধতন কর্মকর্তাদের পরিদর্শন সরকারি অর্থ ব্যয়ের আরেক অনিয়ম। এটা বন্ধ করা হোক। প্রকল্প গ্রহণের আগে উক্ত প্রকল্পের প্রয়োজনীয়তা সঠিকভাবে যাচাই করা হোক।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]