অর্থ-বাণিজ্য
সিপিডি’র সংলাপে মান্নান-খসরু বাহাস
অর্থনৈতিক রিপোর্টার
১৯ জুন ২০২৩, সোমবারবাজেট আলোচনা নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সেমিনারে বাহাসে জড়িয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়ায় সিপিডি’র সেমিনারে।
গতকাল গুলশানের একটি হোটেলে ‘সিপিডি বাজেট ডায়ালগ-২০২৩’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি আমীর খসরু বর্তমান আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত’ বলার পর তা নিয়ে ক্ষোভ ঝাড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আমীর খসরু বলেন, বাজেট কে দিচ্ছে, কারা দিচ্ছে? এরা কি জনগণের কাছে জবাবদিহির কোনো সরকার? তারা কি কোনো নির্বাচিত সরকার? তারা যদি ইলেক্টেড না হয়ে থাকে, তাহলে তো জবাবদিহির কোনো প্রয়োজন নাই। দ্যাট ইজ দ্যা ফান্ডামেন্টাল কোয়েশ্চন। আমার মতে আপনি যখন আন-ইলেক্টেড থাকবেন, তখন আপনার মধ্যে কোনো দায়বদ্ধতা থাকবে না। এই দায়বদ্ধতা এড়িয়ে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বাজেট প্রণয়ন করা হয়নি।
এরপর প্রধান অতিথির বক্তব্যের সময় ক্ষোভ ঝাড়েন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আপনারা বলে বেড়াচ্ছেন, দেশে সুশাসন নেই। আমরা কোথায় কুশাসন করেছি, তার প্রমাণ দেন। জনগণের আদালতে যান, আইনের আশ্রয় নেন।
অনুষ্ঠানের সঞ্চালক সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের দুই পাশে বসেছিলেন মান্নান ও আমীর খসরু। এমএ মান্নান এরপর সিপিডি’র দেবপ্রিয়র উদ্দেশ্যে বলেন, আমি আমাদের সরকার, বর্তমান বাংলাদেশ সরকার অনির্বাচিত সরকার? এই জবাবটা আপনার কাছে চাই। তারা (সিপিডি) যদি মনে করে আমরা নির্বাচিত সরকার, আমি তাদেরকে বলবো যারা রেবেলাস (বিদ্রূপাত্মক) কথাবার্তা বলেন, অসত্য কথাবার্তা বলেন, অপমান করার চেষ্টা করেন, আপনাদের দায়িত্ব হবে অ্যাজ এ থিংক ট্যাংক ওই সম্বন্ধেও কথাবার্তা বলা। উত্তেজনা প্রশমনে তখন ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দ্যা পয়েন্ট ইজ ওয়েল টেইকেন।
আমীর খসরু আরও বলেন, নির্বাচনী বাজেট বলে এখন আর কিছু নেই, বরং দেশে ভোট চুরির প্রকল্প চলমান রয়েছে। গত ৩০ বছর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল। ব্যাষ্টিক অর্থনীতিও ভালো অবস্থায় ছিল। ডলার বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখার কারণে স্থিতিশীলতা ধরে রাখা যাবে না। ৭০-৭৫ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। যা মূল্যস্ফীতিকে বৃদ্ধি করছে। রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) টাকা দেয়া হয়েছে, যা পাচার হয়েছে।
তিনি বলেন, রিজার্ভের অর্থ অপব্যবহার করা হয়েছে। সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তার কাজ করতে পারছে না? লোনের টাকা পাচার হচ্ছে, স্টক মার্কেট লুট করছে, তা আর ফেরত আসছে না। ব্যাংকিং সেক্টরের ওপর বাংলাদেশ ব্যাংক খবরদারি করতে পারছে না। ভোট চুরি করে ক্ষমতা দখল করলে জনগণের জবাবদিহিতার সুযোগ থাকে না। নির্বাচনী বাজেট বলে এখন আর কিছু আছে? বরং একটি প্রকল্প আছে, সেটা হলো- ভোট চুরির প্রকল্প আছে। বাংলাদেশে ভোট চুরির প্রকল্প চলমান রয়েছে।
বিগত দিনে ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, যারা পাচার করছেন, তাদের প্রণোদনা দেয়া হচ্ছে। আমেরিকা থেকে রেমিট্যান্স বেড়ে গেছে। পাচারকৃত টাকায় কর দেয়ার পরিবর্তে প্রণোদনা নিচ্ছেন। বর্তমানে মোট করের ৩২ শতাংশ হচ্ছে ভ্যাট। কিন্তু যখন আমরা প্রবর্তন করেছিলাম, তখন আওয়ামী লীগ হরতাল ডেকেছিল। আমাদের সময় প্রাইভেট সেক্টর সাপোর্ট দিয়েছিলাম। বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্যে পড়ে গেছি।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বাজেট এখন প্রস্তাবিত। এটা খসড়া পর্যায়ে রয়েছে। বাজেট সরকার তৈরি করছে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, অবহেলার চেয়ে আঘাত উত্তম। আমাদের বাজেট যে অবহেলিত নয়, সেটা বড় বিষয়। আরও আঘাত আসবে, কিন্তু অবহেলা চাই না।
মন্ত্রী বলেন, মুদ্রাস্ফীতি বাজেটের সঙ্গে সম্পর্ক নয়। এটা চলমান রয়েছে। সত্যি কথা হলো, আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিশেষ করে ৩০ শতাংশ দ্ররিদ্র মানুষের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সামাজিক সুরক্ষা দিতে বিভিন্ন খাতে ভাতা ও আওতা বাড়িয়েছি। তাদের সুবিধার জন্য কম দামে পণ্য সরবরাহ করছে সরকার। বিদ্যুতের সংকট সাময়িক। মাঝে একটি সমস্যা ছিল, আবার ঠিক হয়ে যাচ্ছে। যেকোনো বিষয়ে এটা হতে পারে। হাজার হাজার কিলোমিটার দূরে বিদ্যুৎ পৌঁছি দিয়েছি এটা কি ক্রেডিট নয়।
আয়কর রিটার্নে ২ হাজার টাকা করের বিষয়ে তিনি বলেন, ট্যাক্স রিটার্নে ২ হাজার টাকা সবার জন্য নয়। সরকারি ৪০ ধরনের সেবা যারা নিতে যাবেন, তাদের জন্য ন্যূনতম ২ হাজার টাকা। সাধারণ মানুষের জন্য নয়। তারপরও যদি এটা নিয়ে সমস্যা তৈরি করে, নাও হতে পারে। এক সময় ভ্যাট নিয়েও বিতর্ক হয়েছিল, এটা এখন বাস্তবায়িত।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]