ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অর্থ-বাণিজ্য

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণে আবাসিক বুটক্যাম্প

স্টাফ রিপোর্টার
৫ জুন ২০২২, রবিবার
mzamin

নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং বা সচেতনতার মধ্যদিয়ে শেষ হলো গার্লস ইনোভেশন অ্যান্ড এন্ট্রিপ্রেনিওরশিপ বুটক্যাম্প। ৪১ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে ঢাকার একটি আবাসিক ডরমিটরিতে পঞ্চমবারের মতো আয়োজিত হলো তিনদিনের আবাসিক এই ক্যাম্পটি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অংশগ্রহণ বাড়াতে এবং উদ্যোক্তা হওয়ার পথে প্রয়োজনীয় এবং সময়োপযোগী দক্ষতা ও ধারণা প্রদান করতে ২রা, ৩রা এবং ৪ঠা জুন আয়োজিত হয় এই বুটক্যাম্প।  বুটক্যাম্পটি বিডিওএসএন-এর চলমান প্রকল্প ‘এনাবিলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ’-এর আওতায় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ, বগুড়া, চট্টগ্রাম, টাঙ্গাইল, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে অংশ নিয়েছিলেন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মাঝে উদ্যোক্তা হয়েছেন এমন ৪১ জন নারী। তিনদিন ধরে বিভিন্ন সেশনে উদ্যোক্তা হওয়ার খুঁটিনাটি শিখেছেন তারা। সমস্যা সমাধানের আইডিয়া নিয়ে প্রতিযোগীরা ক্যাম্পে উত্তেজনাপূর্ণ তিনদিন অতিবাহিত করেন এবং একটি রূপক সমস্যা হতে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দলগতভাবে তৈরি করেন মোট ৬টি বিজনেস মডেল। 
৪ঠা জুন শনিবার আইডিয়া পিচিংয়ের মধ্যদিয়ে একটি এন্ট্রিপ্রেনিওরশিপ সাইকেল পূর্ণ করেন অংশগ্রহণকারীরা। বিকালে সনদ প্রদানের মধ্যদিয়ে ক্যাম্পটি শেষ হয়।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status