ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২৩, মঙ্গলবার

 দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তার এই সফর বলে জানিয়েছে আইএসপিআর ও ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। জেনারেল মনোজ পাণ্ডে মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৪তম লং কোর্সের অফিসার ক্যাডেটদের ‘পাসিং আউট প্যারেড’ পরিদর্শন করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

সোমবার ঢাকায় পৌঁছেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের সেনাপ্রধান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ দেয়। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এরপর সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিনের সঙ্গে বৈঠক করেন মনোজ পাণ্ডে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোজ পাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন। পাসিং আউট প্যারেড পর্যবেক্ষণের সময় জেনারেল পাণ্ডে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রফি’ তুলে দেবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এমন দেশগুলোর যে আধিকারিকরা বিএমএ থেকে পাস করছেন, তাদের মধ্যে সেরা জনকে এই ট্রফি প্রদান করা হবে। এবার এই পুরস্কার পাচ্ছেন তাঞ্জানিয়ার অফিসার ক্যাডেট এভারটন।”

সফর শেষে বুধবার জেনারেল পাণ্ডে ভারতে ফিরে যাবেন। ভারতের সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন জেনারেল পাণ্ডে।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status