বিশ্বজমিন
তিন বছরের টালবাহানার পর পাসপোর্ট পেলেন মেহেবুবা মুফতি, যাবেন মক্কা
মানবজমিন ডেস্ক
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

তিন বছর ধরে নানা টালবাহানার পর অবশেষে পাসপোর্ট পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। তার মেয়ে ইলতিজা মুফতি মায়ের পাসপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন বছর পরে মা পাসপোর্ট পেয়েছে। ২০২০ সালে মা পাসপোর্টের জন্য আবেদন করেছিল। হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে, গত মার্চ মাসে দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, যাতে তিন মাসের মধ্যে মেহেবুবা মুফতির পাসপোর্ট নিয়ে একটা সমাধানে পৌঁছায় তারা। সেই নির্দেশ মেনেই তাকে পাসপোর্ট বুঝিয়ে দিলো ভারতীয় কর্তৃপক্ষ।
এর আগে ২০১৯ সালে মেহেবুবা মুফতির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ২০২০ সালে তিনি পুননর্বীকরণের জন্য় আবেদন করেন। সেসময়ই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল নরেন্দ্র মোদির বিজেপি সরকার। মেহেবুবা মুফতি বারবার অভিযোগ করে জানান যে, তার ও তার ৮০ বছর বয়সি মায়ের পাসপোর্ট দেয়া হচ্ছে না। সিআইডির রিপোর্ট অনুসারে এসব করা হচ্ছে।
মেহেবুবার মেয়ে ইলতিজা মুফতি জানিয়েছেন, তিন বছর পরে মা পাসপোর্ট পেয়েছে। ২০২০ সালে মা পাসপোর্টের জন্য আবেদন করেছিল। দিল্লি হাইকোর্টের রায়ের ডেডলাইন পার হওয়ার আগেই এই পাসপোর্ট দেয়া হয়েছে। দাদির পাসপোর্টও দেয়া হয়েছে। এখন শুধু আমার পাসপোর্টটা রেগুলার করা বাকি রয়েছে।
এদিকে গত মার্চ মাসে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, তিন মাসের মধ্য়ে মুফতির ভ্রমণ সংক্রান্ত নথি খতিয়ে দেখে পাসপোর্টের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। পাসপোর্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দেয়া হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে মেহেবুবা মুফতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বলেন, গত তিন বছর ধরে আমার আর মায়ের পাসপোর্টের বিষয়টি নিয়ে টালবাহানা করা হচ্ছে। সিআইডি বলছে, আমাকে আর আমার মাকে পাসপোর্ট দিলে নাকি ভারতের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। এটি শুধু আমার ক্ষেত্রেই নয়, গোটা কাশ্মীরের এক অলিখিত নিয়ম। জাতীয় নিরাপত্তার নাম করে বহু শিক্ষার্থী ও সাংবাদিককে পাসপোর্ট দেয়া হয় না।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]