বিশ্বজমিন
যাত্রীদের ওজন মাপছে এয়ার নিউজিল্যান্ড
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ অপরাহ্ন

আন্তর্জাতিক ফ্লাইটের বিমানে উঠার আগে যাত্রীদের ওজন মাপছে এয়ার নিউজিল্যান্ড। যাত্রীদের গড় ওজন নির্ধারণের জন্য একটি জরিপের অধীনে এই কাজ করা হচ্ছে। মাপ নেয়া ওজন একটি ডাটাবেজে রাখা হবে। বিমান সংস্থাটির কোনো স্টাফ অথবা অন্য কোনো যাত্রী তা দেখতে পারবেন না। এয়ার নিউজিল্যান্ড বলেছে, যাত্রীদের গড় ওজন নির্ধারণ করার ফলে ভবিষ্যতে জ্বালানি খরচ সাশ্রয় করা যাবে। জরিপে যারা অংশ নিয়েছেন তারা তা করেছেন স্বেচ্ছায়। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের আভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের ওজন নিয়েছিল এই বিমান সংস্থা।
এক বিবৃতিতে তারা বলেছে, এখন আন্তর্জাতিক সফর শুরু হয়েছে। এখনই সময় এসব যাত্রীর ওজন নেয়ার। করোনা মহামারির আগে এই বিমান সংস্থায় বছরে কমপক্ষে এক কোটি ৭০ লাখ মানুষ চলাচল করতেন। প্রতি সপ্তাহে চলাচল করতো ৩৪০০ ফ্লাইট। বিমান সংস্থার মুখপাত্র অ্যালেস্টার জেমস বলেছেন, যাত্রীদের ওজন জানা এই বিমান সংস্থার একটি নিয়ন্ত্রক পর্যায়ের বাধ্যবাধকতা। আমরা জানি এই পদক্ষেপে বিরক্ত হতে পারেন যাত্রীরা। তবে কথা দিচ্ছি, এসব ডাটা অন্য কোথাও প্রদর্শন করা হবে না।