দেশ বিদেশ
আল আকসা মসজিদে আবারো ইসরাইলি মন্ত্রী, উস্কানি
মানবজমিন ডেস্ক
৩০ মে ২০২৩, মঙ্গলবার
জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ চত্বরে দ্বিতীয়বার প্রবেশ করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির। ২১শে মে তিনি মসজিদ চত্বরে প্রবেশ করে আবারো ধর্ম এবং রাজনীতিকে মিলিয়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছেন ফিলিস্তিনিরা। ওইদিন বেন-গাভির আল আকসা মসজিদ চত্বর পরিদর্শন ও প্রার্থনা শেষে টুইট করেছেন। তাতে বলেছেন, হামাসের হুমকি আমাদেরকে ভীত করতে পারেনি। আমি হার হাবায়িতে (টেম্পল মাউন্ট) গিয়েছি। জেরুজালেম আমাদের আত্মা। নেগেভ এবং গালিল আমাদের অনুপ্রেরণা। আমরা উভয়ের পক্ষে কাজ করি। বেন গাভিরকে দেখা যায়, ওইদিন আল আকসা মসজিদ চত্বরে প্রার্থনা করছেন। কিন্তু তার মধ্যে তাকে মোবাইল ফোনে সক্রিয় দেখা যায়। ইহুদিদের নিয়মে এটা সেখানে করা যায় না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
বেন গাভিরের ওই পরিদর্শনের পর টুইটের জবাব দিয়েছেন হামাসের রাজনীতিক বাসেম নাইম। তিনি বলেছেন, আমাদের জনগণ এবং আল আকসার পবিত্রতা নষ্ট করে উস্কানি দেয়ার জন্য পূর্ণাঙ্গ দায় বহন করতে হবে ইসরাইল, এর সরকার এবং জনগণকে। বিতর্কিত ‘ফ্ল্যাগ ডে’ বা পতাকা দিবসের র্যালির পরে তিনি আল আকসায় গিয়েছেন। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেমকে দখল করে নেয়া স্মরণে আয়োজন করা হয় ওই ফ্ল্যাগ ডে। কিন্তু ওল্ড সিটিতে মুসলিম কোয়ার্টারে আয়োজিত এই র্যালিতে সেদিন যোগ দেন বেন গাভির। এমনকি তার স্ত্রী আয়লা বেন গাভির, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কয়েকজন মন্ত্রীও তাতে যোগ দেন। আল আকসা চত্বরের ভেতরে বেনিয়ামিন নেতানিয়াহুর লিক্যুদ পার্টির বেশ কয়েকজন সদস্যকে ইসরাইলের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। ২১শে মে বেন গাভিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এরই মধ্যে জর্ডান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যরা। এর আগেও বেন গাভিরের এমন কর্মকাণ্ডের কড়া জবাব দিয়েছে মুসলিম বিশ্ব ও প্রতিবেশী দেশগুলো।